বীরভূমে ফের লাফিয়ে বাড়লো আক্রান্তের সংখ্যা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গতকাল অর্থাৎ সোমবার বীরভূমে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই হ্রাস ছিল। তবে ২৪ ঘন্টা পার হতে না হতেই সেই সংখ্যাটা ফের লাফিয়ে বাড়লো। বীরভূম জেলা প্রশাসনের মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় বীরভূমে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২৭ জন।

Advertisements

আক্রান্তদের মধ্যে ৩৭৭ জন রয়েছেন বীরভূম স্বাস্থ্য জেলা থেকে এবং ১৫০ জন রয়েছেন রামপুরহাট স্বাস্থ্য জেলার বাসিন্দা। জেলায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮,১৪২। অন্যদিকে রাজ্য স্বাস্থ্য ভবনের মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী বীরভূমে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৬১ জন। রাজ্য স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী জেলা বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৩৫০।

Advertisements

বীরভূম জেলা প্রশাসনের মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় বীরভূমের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮২ জন। যাদের মধ্যে ৪১০ জন রয়েছেন রামপুরহাট স্বাস্থ্য জেলা থেকে এবং ২৭২ জন রয়েছেন বীরভূম জেলা থেকে। জেলায় বর্তমানে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০,২৮৫। তবে রাজ্য সরকারের মঙ্গলবারের তথ্য অনুযায়ী বীরভূমে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২৫ জন।

Advertisements

[aaroporuntag]
বীরভূম জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় বীরভূমে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন। যাদের মধ্যে ৩ জন রামপুরহাট স্বাস্থ্য জেলার বাসিন্দা এবং ২ জন বীরভূম জেলার বাসিন্দা। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬২। তবে রাজ্য স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় বীরভূমের প্রাণ হারিয়েছেন ৪ জন।

Advertisements