নিজস্ব প্রতিবেদন : অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। শিয়ালদা স্টেশন থেকে এবার যাত্রা শুরু করলো ১২ কোচের লোকাল ট্রেন। ১২ কোচের লোকাল ট্রেন (Sealdah 12 Coaches Train) যাত্রা শুরু করার ফলে আর এখন যাত্রীদের বাদুর ঝোলার মতো ঝুলে ঝুলে যাতায়াত করতে হবে না, অথবা মুড়ির টিনের ভিতর ঢুকেও যাতায়াত করতে হবে না। তবে সব রুটে এখনও ১২ কোচের লোকাল ট্রেন চালু হয়নি।
শিয়ালদা স্টেশন থেকে ১২ কোচের লোকাল ট্রেনের জন্য গত কয়েক মাস ধরেই অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। কেননা এতদিন শিয়ালদা ডিভিশনে ৯ কোচের লোকাল ট্রেন যাতায়াত করতো। এদিকে ওই ৯ কোচের লোকাল ট্রেনগুলিতে যেভাবে ভিড় হতো তাতে বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই অর্ধেক এনার্জি শেষ হয়ে যেত।
দীর্ঘদিন ধরে শিয়ালদা ডিভিশনের প্রায় সমস্ত রুটে এমন যাত্রী চাহিদা দেখে পূর্ব রেল (Eastern Railway) ১২ কোচের লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে চারটি কোচ বাড়লেই আরো হাজার হাজার যাত্রী যাতায়াত করার সুযোগ পাবেন এবং তাও অনেক স্বাচ্ছন্দে। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্ম সম্প্রসারণ থেকে শুরু করে অন্যান্য যাবতীয় কাজ চালানো হচ্ছিল। কাজ চলাকালীন বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছিল যাত্রীদের। তবে এবার সমস্যা মিটিয়ে ১২ কোচের লোকাল ট্রেন চালিয়ে পূর্ব রেল যাত্রীদের নতুন উপহার দিল।
আরও পড়ুন ? Farmer Loan: পিএম কিসান, কৃষকবন্ধু অতীত! এবার এক সিদ্ধান্তেই চাষীদের ঘরে ঢুকল ২ লক্ষ টাকার বেনিফিট
শিয়ালদা স্টেশন থেকে আপাতত তিনটি প্ল্যাটফর্ম থেকে ১২ কোচের লোকাল ট্রেন চালানো শুরু করে দেওয়া হল রেলের তরফে। খুব তাড়াতাড়ি বাকি দুটি প্ল্যাটফর্ম থেকেও ১২ কোচের লোকাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল। বর্তমানে যে সকল ১২ কোচের লোকাল ট্রেন চালানো হচ্ছে সেগুলি উত্তর ডিভিশনের সমস্ত রুটের জন্য। আর এর ফলে যে সকল রুটের যাত্রীরা উপকৃত হবেন সেগুলি হল বারাসাত, ব্যারাকপুর, শান্তিপুর, নৈহাটি, শ্যামনগর, বনগাঁ, ডানকুনি, সোদপুর, খড়দা সহ অন্যান্য বিভিন্ন এলাকা।
পূর্ব রেলের তরফ থেকে আপাতত শিয়ালদা স্টেশনের এক থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত তিনটি প্ল্যাটফর্ম থেকে ১২ কোচের লোকাল ট্রেন চালানো হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকেও চালানো হবে ১২ কোচের লোকাল ট্রেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ট্রেনের কোচ সংখ্যা ৯ থেকে ১২ হয়ে যাওয়ার ফলে আসন সংখ্যা ২৫ শতাংশ বাড়ছে এবং এর ফলে ভিড়ের সময় অনেক সুবিধা পাবেন যাত্রীরা।