নিজস্ব প্রতিবেদন : কথায় আছে কষ্ট না করলে কেষ্ট মিলে না। বলা যেতে পারে শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে এবার এমনটাই হতে চলেছে। কেননা গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শিয়ালদা স্টেশনের (Sealdah Station) ১ থেকে ৫ নম্বর প্লাটফর্মের ইন্টারলকিং ও সিগন্যালিংয়ের কাজ শুরু হয়েছিল। আর এই কাজ শুরু হওয়ার পর থেকে যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। একের পর এক ট্রেন লেট, বাতিল অথবা যাত্রাপথ পরিবর্তন রীতিমতো অস্বস্তিতে ফেলেছিল যাত্রীদের।
গত শুক্রবার থেকে টানা যাত্রীদের এমন ভোগান্তির কারণে বিক্ষোভের মুখোমুখিও হতে হয়েছে শিয়ালদা স্টেশনকে। তবে যে সময়ের মধ্যে শিয়ালদা রেল স্টেশনের এই সকল প্লাটফর্মের কাজ শেষ করার কথা ছিল তার অনেক আগেই রেল কর্তৃপক্ষ কাজ শেষ করে দেয়। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করার পাশাপাশি রীতিমতো সুখবর এসে গেল যাত্রীদের কাছে।
শিয়ালদা রেল স্টেশনের ১ নম্বর থেকে ৫ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণ এবং অন্যান্য প্রযুক্তিগত কাজ যে কারণে করা হচ্ছিল সেই কাজ সফল হতেই প্রথমবারের জন্য ১২ কোচের লোকাল ট্রেন (12 Coaches Local Train) চলল শিয়ালদা স্টেশন থেকে। এদিন ঠিক দুপুর ১:১৮ মিনিটে ৫ নম্বর প্লাটফর্মে আসে একটি ১২ কোচের লোকাল ট্রেন। শান্তিপুর-শিয়ালদা ওই লোকাল ট্রেনটি শিয়ালদা স্টেশনে আসার পর আবার সেটি ছেড়ে শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দেয়।
শিয়ালদা স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে প্রথম ১২ কোচের লোকাল ট্রেন এসে দাঁড়ানোর মধ্য দিয়েই স্বর্ণাক্ষরে এদিন ওই প্লাটফর্মের নাম লেখা হয়ে গেল। আবার পাঁচ নম্বর প্লাটফর্মের পর ১:৪২ মিনিটে ফের একটি ১২ কোচের লোকাল ট্রেন প্রবেশ করে এক নম্বর প্লাটফর্মে। তবে এদিন এক নম্বর ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দুটি ১২ কোচের লোকাল ট্রেন প্রবেশ করলেও আজ থেকেই পুরোদমে পরিষেবা শুরু হচ্ছে না। এদিন এই ১২ কোচের লোকাল ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হলো।
পরীক্ষামূলকভাবে এদিন প্রথম শিয়ালদা রেল স্টেশনের দুটি প্লাটফর্মে ১২ কোচের লোকাল ট্রেন আসা এবং যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন পুরোদমে কবে থেকে শুরু হবে পরিষেবা? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন পূর্ব রেলের ডিআরএম দীপক নিগম। ইন্টারলকিংয়ের কাজ শেষ, সিগন্যালিংয়ের কাজ শেষ। এবার পুরোদমে ১২ কোচের লোকাল ট্রেন পরিষেবা চালুর পালা। আগামী জুলাই মাস থেকেই পুরোদমে পরিষেবা শুরু হয়ে যাবে। আর এবার ৯ কোচের পরিবর্তে শিয়ালদা মেন ও উত্তর শাখার অধিকাংশ লোকাল ট্রেন ১২ কোচের চালানো হবে। যার ফলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে।