নিজস্ব প্রতিবেদন : শিয়ালদা ডিভিশনের প্রায় সমস্ত রুটে যেভাবে যাত্রী চাহিদা লক্ষ্য করা যায় অর্থাৎ যাত্রীদের চাপ থাকে তাতে ৯ কামরার লোকাল ট্রেনের রীতিমতো মুড়ির টিনের মত যেতে হয় যাত্রীদের। যাত্রীদের এমন পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য রেলের তরফ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে আর সেই উদ্যোগ হল ১২ কামরার লোকাল ট্রেন (12 Coaches Local Train) চালানো।
পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে দীর্ঘদিন ধরেই শিয়ালদা ডিভিশনের সব রুটে ১২ কামরার লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেবলমাত্র সিদ্ধান্ত নিলেই তো আর হয়না, এমন পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য দরকার হয় পর্যাপ্ত পরিকাঠামো। যে কারণেই শিয়ালদা ডিভিশনের ১ থেকে ৫ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণের কাজ চালানো হচ্ছে।
শিয়ালদা ডিভিশনের ১ থেকে ৫ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণের কাজ এখন ফেজ থ্রি স্টেজে রয়েছে অর্থাৎ কাজ অন্তিম পর্যায়ে রয়েছে। অন্তিম পর্যায়ে কাজ থাকার কারণে বিভিন্ন সময় শিয়ালদা ডিভিশনে ট্রেন চলাচলের ক্ষেত্রে নানান সমস্যা তৈরি হচ্ছে। কখনো কখনো কাজের জন্য ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়, আবার কখনো কখনো ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে। এসবের মধ্যেই যে প্রশ্ন ঘোরাফেরা করছে সেটি হল, কবে থেকে চালু হবে ১২ কামরার লোকাল ট্রেন?
আরও পড়ুন ? Metro New Technology: কারেন্ট চলে গেলেও মাঝপথে আটকাবে না ট্রেন! দারুণ পরিষেবা আসছে কলকাতা মেট্রোয়
শিয়ালদা রেল স্টেশনের এক ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য আগের দফায় যে সমস্যা হয়েছিল সেই সমস্যা এই শেষ দফায় হবে না বলেই জানা যাচ্ছে রেল সূত্রে। প্রথম দুই ফেজেই ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক দুই ধরনের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন থার্ড ফেজ অর্থাৎ অন্তিম পর্বে যে কাজ রয়েছে সেই কাজ হল ১২ কামরার ট্রেন দাঁড়ানোর জন্য যে অতিরিক্ত জায়গা প্রয়োজন অর্থাৎ প্ল্যাটফর্ম সম্প্রসারিত করা।
শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারিত করার কাজ শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। এই পর্বের কাজ শেষ হলেই পুরোদমে শিয়ালদা ডিভিশনের সমস্ত রুটে ১২ কোচের লোকাল ট্রেন চালানো হবে। তবে ১২ কোচের লোকাল ট্রেন বাণিজ্যিকভাবে এবং পুরোদমে চালানো অর্থাৎ সাধারণ যাত্রীরা পরিষেবা পেতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। রেল সূত্রে যা জানা যাচ্ছে তাতে আগামী জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে ১২ কোচের লোকাল ট্রেনের পরিষেবা দেওয়া।