রাজ্যে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন শুরু ১২ এলাকায়

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর ভোটের দাদামা বাজা শুরু হল কেন্দ্রীয় বাহিনীর হাত দিয়ে। শুক্রবারই জানা গিয়েছিল ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আর তা মোতায়েন করা হবে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই। কথা মতোই কাজ হতে দেখা গেল শনিবার। ইতিমধ্যেই রাজ্যে ১২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ঢুকে পরলো এবং তাদের মোতায়েন শুরু হয়েছে।

Advertisements

Advertisements

জানা গিয়েছে জম্মু কাশ্মীর থেকে স্পেশাল ট্রেন চাপিয়ে এই সকল কেন্দ্রীয় বাহিনীদের আনা হচ্ছে রাজ্যে। ইতিমধ্যেই ২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী দুর্গাপুর স্টেশনে নেমে পড়েছেন। বাকিদের নামার কথা রয়েছে বর্ধমান, কলকাতা, ডানকুনি স্টেশনে। এর পাশাপাশি বীরভূমের খয়রাশোল এবং নলহাটি এলাকায় যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তাকে কাজে লাগানো হচ্ছে। নলহাটিতে শনিবার সকাল থেকেই তাদের রুটমার্চ শুরু হয়েছে।

Advertisements

জানা যাচ্ছে কলকাতা, বর্ধমান, ডানকুনি ইত্যাদি স্টেশনগুলিতে যেসকল কেন্দ্রীয় বাহিনীরা নামবেন তাদের রবিবার সকালের মধ্যে রাজ্যের ১২ জায়গায় মোতায়েন করা হবে। আপাতত যে ১২ জায়গায় এই কেন্দ্রীয় বাহিনীদের মোতায়েন করা হচ্ছে সেখানে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। পরে ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়ানো হবে।

১২ কোম্পানির এই কেন্দ্রীয় বাহিনী আপাতত বিধাননগর, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, হাওড়া, হুগলি গ্রামীণ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া গ্রামীণ, বীরভূম, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত।

[aaroporuntag]
অন্যদিকে বীরভূমে এসে সেনা জওয়ানদের তরফ থেকে জানানো হয়েছে, “আপাতত আমাদের এখানে এসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ১৭৫ জন মত আছি। এরপর স্থানীয় আধিকারিকদের থেকে যেমন অর্ডার আসবে সেই ভাবেই আমরা নিজেদের কাজ চালাবো।”

Advertisements