মল্লারপুরে বিজেপির ১২ ঘন্টা বনধ

Madhab Das

Updated on:

Advertisements

হিমাদ্রি মণ্ডল : ময়ূরেশ্বর ১ বি মণ্ডলের বিজেপি সভাপতি সুশান্ত দে’কে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই গ্রেপ্তার অন্যায় ভাবে করা হয়েছে বলে দাবি বিজেপির। আর এর প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে মল্লারপুরে ১২ ঘন্টার বনধ ডাকা হয়। বনধ সফল করতে সকাল থেকে রাস্তায় নেমেছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে প্রশাসনিকভাবে যে কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছে।

Advertisements

আর এই বনধ চলাকালীন বিজেপির জেলা কমিটির সদস্য মানস চ্যাটার্জি সরাসরি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা এখন তৃণমূলের পুলিশ। তৃণমূলের দালাল। দালালি করা বন্ধ করে দিন। ২৫ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আজ আমরা আপনাদের ট্রেলার দেখালাম। ২৫ তারিখ বেরিয়ে ছালকে ছিলে দেবো আপনাদের। দেখবো বীরভূম জেলার কত পুলিশ আছে।”

Advertisements

কেন বনধ ডাকা হয়েছে এর পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল জানান, “আমাদের মন্ডল সভাপতি সুশান্ত দে’কে একটা মামলায় পুলিশ গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ড নিয়েছে। এরপর যখন জামিনের জন্য আবেদন করতে যাবো তখন দেখি হাঁসন বিধানসভার পুরাতন একটি মামলার সাথে জুড়ে দেওয়া হলো। আর বিজেপি করার অপরাধে পুলিশ একের পর এক মামলা ওই কর্মীর বিরুদ্ধে যোগ করছে। আর এইভাবে পুলিশ বিজেপির একের পর এক কর্মীদের ফাঁসাচ্ছে।”

Advertisements

বিজেপির তরফ থেকে দাবি করা হয় এদিনের এই বনধ স্বতঃস্ফূর্তভাবে সফল করেছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে পুলিশের তরফ থেকেও এলাকায় শান্তি বজায় রাখতে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যায়। সকাল থেকে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রাখার পাশাপাশি রামপুরহাট মহকুমার এসডিপিও সৌমজিৎ বড়ুয়াকেও সকাল থেকে এলাকায় ঘুরতে দেখা যায়।

Advertisements