মঙ্গলবার বাড়বে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একদিকে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি, অন্যদিকে তাপদাহে নাজেহাল হয়ে উঠেছে রাজ্যের বাসিন্দাদের অবস্থা। পরিস্থিতি এমনই যে টিকে থাকা দায় হয়ে পড়েছে। তবে এরই মাঝে হাওয়া অফিসের তরফে স্বস্তির খবর দেওয়া হয়েছে, মঙ্গলবার থেকে কিছুটা হলেও অবস্থার পরিবর্তন হতে পারে এমনটাই।

Advertisements

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্রই এই বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির পরিমাণ বাড়লেও অস্বস্তিকর পরিস্থিতি থেকে খুব একটা রেহাই পাওয়া যাবে না বলেও মনে করা হচ্ছে। কারণ জানানো হয়েছে বৃষ্টি না হলেই অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

Advertisements

অন্যদিকে সোমবার রাজ্যের অধিকাংশ জেলায় শুকনো। তবে হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে পরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির। তবে এই দিনের এই বৃষ্টিপাতের নিশ্চয়তা নেই। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে হলেও হতে পারে।

Advertisements