ঐতিহাসিক সিদ্ধান্ত মোদি সরকারের, সার ও কীটনাশকে বিপুল ছাড়ের ঘোষণা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের কৃষকদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে দেখা গেল মোদি সরকার কে। চাষের জন্য সার এবং কীটনাশকের উপর বিপুল ছাড়ের ঘোষণা করা হলো। এর আগে এই বিপুল পরিমাণ ছাড় আগে কখনো নিতে দেখা যায়নি।

Advertisements

Advertisements

ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। আর সেই বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফসফরিক অ্যাসিড, অ্যামোনিয়া প্রভৃতির দাম আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণে বেড়েছে। আর এর পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের সময় বিস্তারিত জানানো হয়।

Advertisements

বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন, কোনোভাবেই এই দাম বৃদ্ধির প্রভাব কৃষকদের উপর পড়তে দিলে হবে না। তারা যাতে পুরাতন দামেই সার এবং কীটনাশক কিনতে পারেন তার ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের পরে ডাই-অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট তথা ডিএপির ব্যাগ প্রতি ভর্তুকি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ হিসেব অনুযায়ী ভর্তুকি বাড়ানো হচ্ছে ১৪০ শতাংশ। যা ঐতিহাসিক বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

[aaroporuntag]
এই ভর্তুকির ফলে সার এবং কীটনাশকে ক্ষেত্রে দামের কোন পরিবর্তন হচ্ছে না। গত বছর ডিএপির ব্যাগ প্রতি দাম ছিল ১৭০০ টাকা। সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে ৫০০ টাকা ভর্তুকি দেওয়া হতো। চাষিরা সেই ব্যাগ কিনতে ১২০০ টাকায়। বর্তমানে এর দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যাগ প্রতি ২৪০০ টাকা। যে কারণে সরকারের তরফ থেকে ভর্তুকি আরও ৭০০ টাকা বাড়িয়ে পুরো ১২০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। অর্থাৎ দাম বৃদ্ধি পেলেও এখনো চাষিরা ওই ব্যাগ কিনতে পারবেন ১২০০ টাকাতেই।

Advertisements