Advertisements

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছুঁইছুঁই, মৃত ৫৯

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ধারাবাহিকভাবে প্রতিনিয়ত রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা গুণিতক আকারে বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে শুক্রবার করোনা সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

Advertisements

রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৮৭৬ জন। বিপুল সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হলেও গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৬৪৭৪ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে ৫৯ জনের। বর্তমানে রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা ৭৪ হাজার ৭৩৭।

Advertisements

পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ১৩ হাজার ৭৮০। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬ লক্ষ ২৮ হাজার ২১৮। মোটা মৃতের সংখ্যা ১০ হাজার ৮২৫।

Advertisements

[aaroporuntag]
প্রতিদিনের মত রাজ্যে সব থেকে বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে কলকাতা থেকে। যেখানে সংখ্যাটা প্রায় তিন হাজারের কাছাকাছি ২৮৩০। অন্যান্য জেলার মধ্যে উত্তর ২৪ পরগনাও হয়েছে কলকাতার আশেপাশে। সেখানে সংখ্যাটা ২৫৮৫। বাকি একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা পাঁচশোর বেশি।

Advertisements