নিজস্ব প্রতিবেদন : রাজ্যের ভোট পর্ব মিটে যাওয়ার সাথে সাথেই তৃণমূল পুনরায় দু’শোর বেশি আসন সংখ্যা দখল করে প্রত্যাবর্তন করে। আর এই প্রত্যাবর্তন করার সাথে সাথেই প্রশাসনিক একাধিক পদে রদবদল করার কাজ শুরু হয়। এই তালিকায় এবার রদবদল করা হলো বীরভূমের জেলাশাসক এবং বোলপুরের এসডিপিও। এছাড়াও রাজ্যের আরও একাধিক প্রশাসনিক পদে রদবদল করা হলো।
বুধবার নবান্নে তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়, বিধানচন্দ্র রায় বীরভূমের জেলাশাসক হিসাবে আসছেন ডিপি কারনামের জায়গায়। তিনি এর আগে খাদ্য দপ্তরের যুগ্মসচিব পদে ছিলেন। অন্যদিকে ডিপি কারনামকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ডিরেক্টর করা হচ্ছে। পাশাপাশি তিনি দায়িত্ব সামলাবেন বিশ্ববাংলা কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টরের।
[aaroporuntag]
অন্যদিকে বোলপুরের এসডিপিও শ্রীমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নতুন এসডিপিও করা হলো অভিষেক রায়কে। শ্রীমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়কে আসানসোল-দুর্গাপুরের এসিপি করা হয়েছে।