নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ রাজ্যে আছড়ে পরার পর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় জেলায়। টিভি, সংবাদমাধ্যম যে দিকেই নজর রাখা হচ্ছে শুধু আক্রান্ত আর মৃত্যুর খবর। কিন্তু এই সকল খবরের মাঝেও যে স্বস্তির খবর রয়েছে অর্থাৎ সুস্থ হয়ে ওঠার সংখ্যা তা কোথায় যেন ধামাচাপা পরে যাচ্ছে। আসলে আমজনতার আতঙ্ক সুস্থ হয়ে ওঠার সংখ্যাকে ধামাচাপা দিয়ে দিচ্ছে। বর্তমানে রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়লেও সেই সংখ্যাকে সমানে টক্কর দিয়ে যাচ্ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বুধবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৭৭ জন। বর্তমানে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ৫৩ হাজার ১১৭। তবে এর পাশাপাশি রাজ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২৩১ জন। বর্তমানের রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ৯ লক্ষ ১১ হাজার ৭০৫।
জেলা ভিত্তিক আক্রান্ত অসুস্থ হয়ে ওঠার সংখ্যা
[aaroporuntag]
তবে গত ২৪ ঘন্টায় রাজ্যের নতুন করে প্রাণ হারিয়েছেন ১৩৫ জন। বর্তমানে রাজ্যের মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৭২৮ জন। বর্তমানে রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৬৮৪ জন।