নিজস্ব প্রতিবেদন : ধীরে ধীরে নয়, এবার তরতরিয়ে বাড়ছে দেশের করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে করোনা সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে, দেশে বর্তমানে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯। তবে এই বিপুলসংখ্যক করোনা সংক্রমনের ৭০% বা ৭০ ভাগই রয়েছে ১৩ টি শহরে। অন্ততপক্ষে সরকারি সূত্র এমনটাই বলছে।
করোনা ভাইরাসের সংক্রমণে দেশের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বেশ কিছু রাজ্য। আর সেখান থেকেই ১৩ টি শহর বিপর্যস্ত হয়ে পড়েছে। আর এই ১৩ টি শহরের মধ্যেই রয়েছেন দেশের ৭০% করোনা রোগী। এই ১৩ টি শহর হল মুম্বই, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, থানে, পুণে, হায়দরাবাদ, কলকাতা, ইন্দোর, জয়পুর, যোধপুর, চেঙ্গালপুট্টু ও থিরুভাল্লুর।
বর্তমানে দেশের পাঁচ রাজ্য মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, রাজস্থানের পাশাপাশি খারাপ অবস্থা তামিলনাডুরও। মহারাষ্ট্র যেখানে শুক্রবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৫৯৮ জন বেড়ে মোট দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৪৬ এ। দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা পজেটিভের সংখ্যা বেড়েছে ১০২৪ জন, মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১৬ হাজার ২৮১। তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় ৮২৭ জন নতুন করোনা খোঁজ পাওয়া গিয়েছে। এখানে সংক্রমণ বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৩৭২। গুজরাটে গত ২৪ ঘন্টায় করনা পজেটিভ বেড়েছে ৩৬৭ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৫৬২। রাজস্থানে গত ২৪ ঘন্টায় বেড়েছে ৩৬৪ জন, মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬৭ জন। এছাড়া মধ্যপ্রদেশে গত ২৪ ঘন্টায় ১৯২ জন রোগীর সংখ্যা বেড়ে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৩ জনে। উত্তরপ্রদেশে গত ২৪ ঘন্টায় বেড়েছে ১৭৯ করোনা রোগী। সেখানে মোট সংক্রমণ দাঁড়ালো ৭১৭০। এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ৩৪৪ জনের শরীরে ধরা পড়েছে করোনা পজেটিভ। আর পশ্চিমবঙ্গে মোট সংক্রমণ দাঁড়ালো ৪৫৩৬। বাকি অন্যান্য যেসকল রাজ্যগুলি রয়েছে সেগুলি সবই আপাতত চার হাজারের নিচে।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা রোগীর সংখ্যা ৭৪৭৬ জন বেড়েছে। যা এযাবত একদিনের সংক্রমণ বৃদ্ধিতে সর্বাধিক। একদিনের সংক্রমণে রেকর্ড সৃষ্টির পাশাপাশি গত ২৪ ঘন্টায় দেশে মারা গিয়েছেন ১৭৫ জন। দেশে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯ আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭০৬। মৃতের সংখ্যার নিরিখে ভারত এবার চীনকে ছাপিয়ে গেল। পাশাপাশি গত ২৪ ঘন্টায় ৩৪১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফেরার রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১১০৬।