Advertisements

VI Free Data Offer: Jio, Airtel কে টেক্কা! নতুন চাল Vi-এর, বিনামূল্যে মিলবে ১৩০ জিবি ডেটা

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে মাত্র চারটি টেলিকম সংস্থা নিজেদের ব্যবসা চালাচ্ছে। যে চারটি টেলিকম সংস্থা হল জিও, এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল। এই চারটি টেলিকম সংস্থার মধ্যে আবার জিও এবং এয়ারটেল ইতিমধ্যেই দেশে 5G পরিষেবা লঞ্চ করে অনেক এগিয়ে গিয়েছে।

Advertisements

জিও এবং এয়ারটেল 5G পরিষেবা লঞ্চ করে দিলেও বেসরকারি টেলিকম সংস্থা হিসেবে এখনো পর্যন্ত ভোডাফোন আইডিয়া (VI) 5G পরিষেবা লঞ্চ করতে পারেনি। অন্যদিকে রাষ্ট্রয়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল 4G পরিষেবাও লঞ্চ করতে না পারার কারণে প্রতিনিয়ত এই দুই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভোডাফোন আইডিয়া নতুন চাল চাললো।

Advertisements

গ্রাহক সংখ্যা ধরে রাখতে এবার ভোডাফোন আইডিয়া তাদের গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে ১৩০ জিবি ডেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, প্রতি মাসের ২৮ তারিখ গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে ১০ জিবি করে ডেটা দেওয়া হবে। ১৩ মাস ধরে দেওয়া হবে এই বিপুল পরিমাণ ডেটা। ১৩ মাসে ১০ জিবি করে ডেটা দেওয়া হলে মোট ডেটার পরিমাণ দাঁড়ায় ১৩০ জিবি। এমন অফার পেতে হলে গ্রাহকদের অন্ততপক্ষে ২৩৯ টাকা বা তার বেশি রিচার্জ করতে হবে। এছাড়াও গ্রাহকরা ওই সকল রিচার্জ করে অন্যান্য যে সকল অফার অর্থাৎ আনলিমিটেড কল, এসএমএস ইত্যাদি আগের মতোই পাবেন।

Advertisements

আরও পড়ুন ? Multiple Sim Card Rules: একাধিক সিম কার্ড থাকলেই পকেট থেকে খসবে বাড়তি টাকা? লাগবে ফি? বিজ্ঞপ্তি Trai-এর

দেশজুড়ে 5G পরিষেবা লঞ্চ করার পর জিও এবং এয়ারটেল এখন গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে 5G পরিষেবা উপভোগ করার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে যে সকল 5G গ্রাহকরা রয়েছেন তারা ওই দুই টেলিকম সংস্থার এমন অফার লুফে নিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন। এমন পরিস্থিতিতে নিজেদের গ্রাহক সংখ্যা ধরে রাখার জন্যই ভোডাফোন আইডিয়া 5G গ্রাহকদের জন্য নতুন এই অফার চালু করেছে। অফার অনুযায়ী যাদের 5G হ্যান্ডসেট রয়েছে, তারা ভোডাফোন আইডিআর এই অফার পাবেন।

কর্ণাটক, মধ্যপ্রদেশ, আসাম এবং উড়িষ্যার গ্রাহকদের জন্য সংস্থার তরফ থেকে এমন অফার দেওয়া হচ্ছে। এই অফার পেতে হলে 5G হ্যান্ডসেট রয়েছে এমন ১২১১৯৯ অথবা *১৯৯*১৯৯# নম্বরটি ডায়াল করতে হবে। ভোডাফোন আইডিয়া এখনও পর্যন্ত 5G পরিষেবা লঞ্চ করতে না পারার কারণে তারা নিজেদের জমি ধরে রাখার জন্য এমন অফার চালু করেছে। এই অফার ভোডাফোন আইডিয়া গ্রাহকদের অন্য নেটওয়ার্কে চলে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই আটকাবে বলেই মনে করছে সংস্থা।

Advertisements