রাজ্যে করোনা আক্রান্ত ২১ হাজার ছুঁইছুঁই, চোখ রাঙাচ্ছে ১০ জেলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরসুমে রাজ্যের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছুঁইছুঁই। আর এই আক্রান্তের সংখ্যায় চোখ রাঙাচ্ছে রাজ্যের ১০ টি জেলা। তবে আশার আলো এটাই যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও সমানতালে বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও।

Advertisements

রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে বৃহস্পতিবার করোনা সংক্রান্ত যে নথি পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ লক্ষ ৭৩ হাজার ৯৫৬। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১৮১ জন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বর্তমানে ৯ লক্ষ ৩০ হাজার ৮৮৬। পাশাপাশি গত ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে ১২৯ জনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২৮৫৭। বর্তমানে রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ২১৩।

Advertisements

রাজ্যে লাগামছাড়া করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে যে দশটি জেলা কপালে ভাঁজ ফেলছে সেই দশটি জেলা হল কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম এবং নদীয়া। এই সকল জেলাগুলিতে দিন কয়েক ধরেই লাগামছাড়া সংক্রমণ চোখে আসছে।

Advertisements

[aaroporuntag]
গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩৯২৪ জন, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৪১৩১ এবং ১২৩২ জন, হাওড়ায় ১২৭৬ জন, হুগলিতে ১২৩৬ জন, পশ্চিম বর্ধমানে ৯৬৯ জন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে যথাক্রমে ৯৯৩ এবং ৯০৩ জন, বীরভূমে ৯০৫ এবং নদীয়ায় ৯৫২ জন।

Advertisements