নিজস্ব প্রতিবেদন : টানা চার মাসের বেশি সময় রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধির পর অবশেষে এপ্রিল মাসে কিছুটা হলেও স্বস্তি মিলতে চলেছে নাগরিকদের। অন্যান্য মাসে যেভাবে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে সেই জায়গায় এপ্রিল মাস থেকে সস্তা হল রান্নার গ্যাস। বুধবার রাতেই গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে কয়েকদিন ধরেই কমেছে পেট্রোপণ্যের মূল্য। আর তারই ফলশ্রুতি হিসেবে পেট্রোল-ডিজেলের পর আগামী এপ্রিল মাসে রান্নার গ্যাসের দাম কমতে চলেছে। রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান দামের তুলনায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০ টাকা করে কম পড়বে ১লা এপ্রিল থেকে।
আপনার জেলায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম
বাঁকুড়া : ৮৪৭.৫০ টাকা, বীরভূম : ৮৫৮.৫০ টাকা, আলিপুরদুয়ার : ৮৬২.৫০ টাকা, কোচবিহার : ৯০৭.৫০ টাকা, দক্ষিণ দিনাজপুর : ৯০৭.৫০ টাকা, দার্জিলিং : ৮৬২.৫০ টাকা, হুগলি : ৮৫৮.৫০ টাকা, হাওড়া : ৮৩৭ টাকা।
[aaroporuntag]
জলপাইগুড়ি : ৮৬২.৫০ টাকা, ঝাড়গ্রাম : ৮২৮ টাকা, কালিম্পং : ৯৬৫ টাকা, কলকাতা : ৮৩৫.৫০ টাকা, মালদা : ৯০৬.৫০ টাকা, মুর্শিদাবাদ : ৮৫৩ টাকা, নদীয়া : ৮৩৬ টাকা, উত্তর ২৪ পরগনা : ৮৩৫.৫০ টাকা, পশ্চিম বর্ধমান : ৮৪৯ টাকা, পশ্চিম মেদিনীপুর : ৮২৮ টাকা, পূর্ব বর্ধমান : ৮৪৯ টাকা, পুরুলিয়া : ৮৬৪.৫০ টাকা, দক্ষিণ ২৪ পরগনা : ৮৩৫.৫০ টাকা, উত্তর দিনাজপুর : ৯০৭.৫০ টাকা।
Cost of Domestic LPG cylinder to reduce by Rs 10 per cylinder effective 1st April 2021: Indian Oil Corporation Limited pic.twitter.com/kOdk1yQPEO
— ANI (@ANI) March 31, 2021
প্রসঙ্গত, দীর্ঘ এই চার মাসের বেশি সময় ধরে লাগাতার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্ত পরিবারগুলির সংসার চালানো নাভিশ্বাস হয়ে পড়েছে। এমত অবস্থায় স্বল্প কম হলেও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আর ঊর্ধ্বমুখী না হওয়ায় কিছুটা হলেও স্বস্তির মুখ দেখছেন তারা।