বিদেশ থেকে ফিরলেই বাড়ির বদলে যেতে হবে কোয়ারেন্টাইনে, সিদ্ধান্ত নবান্নের

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কর্মসূত্রে যে সকল মানুষেরা এদেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছিলেন করোনা ভাইরাসের কারণে তারা কার্যত বিপাকে পড়ে গেছেন। সেই সকল বিদেশে আটকে থাকা মানুষদের ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের এই মিশনের নাম ‘বন্দে ভারত’।

এই মিশনের ফলে যেমন অন্য দেশের মানুষ এই দেশে আসছেন তেমনি এই দেশের মানুষেরা ছড়িয়ে পড়ছেন তাদের নিজেদের নানা রাজ্যে। পশ্চিমবঙ্গের অনেক মানুষ বিদেশ থেকে ভারতে ফিরছেন। আমরা প্রত্যেকেই জানি কলকাতা সহ দশটি জেলা ইতিমধ্যেই রেড জোন বলে ঘোষিত হয়েছে। আর পশ্চিমবঙ্গের কলকাতা প্রথম সংক্রামিত হয়েছিল বিদেশ থেকে আগত ছাত্রের দ্বারাই। তাই এই মুহূর্তে নবান্ন বিদেশ থেকে আগত মানুষদের জন্য একটু সতর্কতা অবলম্বন করছেন।

নবান্ন জানিয়েছে, বিদেশ থেকে কেউ রাজ্যে ফিরলে তারা সরাসরি বাড়ি ফিরতে পারবেন না। তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনেই থাকতেই হবে।

স্বরাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি ও জারি করেছেন যে বিদেশ থেকে ফেরা মানুষেরা সরাসরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না। ১৪ দিন কোয়ারেন্টাইন তাদের জন্য আবশ্যক।

আর কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ১২ টি বেসরকারি হোটেল এবং ৩টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারের কথা জানিয়েছে। বিদেশ থেকে ফিরে যারা বিনামূল্যে কোয়ারেন্টাইনে থাকতে চান তারা ওই তিনটি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারের মধ্যে যেকোন একটি বেছে নিতে পারবেন। আর যারা নিজেদের খরচা বহন করে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে ইচ্ছুক তারা ওই ১২ টি বেসরকারি হোটেলের মধ্যে যেকোন একটি বেছে নিতে পারেন।