নিজস্ব প্রতিবেদন : কাছে-পিঠে হোক অথবা অন্য কোথাও, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে হাতে অন্ততপক্ষে তিন দিন ছুটি লাগে। যে কারণে সরকারি কর্মচারীরা প্রতিবছরের ছুটির তালিকা দেখে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন। ২০২৪ সালে সরকারি কর্মচারীরা যে সকল ছুটি পাবেন তার মধ্যে বেশ কিছু ছুটি রয়েছে টানা তিন দিন বা তার বেশি। টানা ছুটির সেই তালিকা দেখে অনায়াসেই ব্যাপক ঘুরতে যাওয়ার প্ল্যান করা যেতে পারে।
২০২৩ সালের শেষ এবং ২০২৪ সালের শুরুতেই টানা ছুটির সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা। ৩০ এবং ৩১ ডিসেম্বর শনিবার ও রবিবার পড়েছে। অন্যদিকে সোমবার ১ জানুয়ারি হওয়ার কারণে রয়েছে সরকারি ছুটি।
জানুয়ারি মাসের ১১ তারিখ মিশনারিস ডে। ঠিক তারপর দিন ১২ জানুয়ারি শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিন। এরপর ১৩ এবং ১৪ জানুয়ারি শনিবার ও রবিবার। অন্যদিকে আবার ১৫ জানুয়ারি সোমবার পড়েছে মকরসংক্রান্তি। সুতরাং এক্ষেত্রে লম্বা ছুটি পাওয়ার সুযোগ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। ডিসেম্বর মাসের পর জানুয়ারি মাসেও ঘুরতে যাওয়ার প্ল্যান অনায়াসে করতে পারবেন সরকারি কর্মচারীরা।
ফেব্রুয়ারি মাসে লম্বা তেমন কোন ছুটি না থাকলেও মার্চ মাসের ৮ তারিখ শুক্রবার পড়েছে শিবরাত্রি। শুক্রবারের পর ৯ ও ১০ মার্চ পরপর শনিবার এবং রবিবার। আবার মার্চ মাসের ২৩ এবং ২৪ তারিখ পড়েছে শনিবার ও রবিবার। ঠিক তারপর দিন অর্থাৎ সোমবার ২৫ মার্চ রয়েছে হোলি। এরপর দিন আবার রয়েছে দোলযাত্রা। এক্ষেত্রে টানা চারদিন ছুটির সুযোগ রয়েছে। মার্চ মাসেই ২৯ মার্চ পড়েছে গুড ফ্রাইডে। শুক্রবার দিন ছুটি থাকার পর ৩০ এবং ৩১ মার্চ পড়েছে শনিবার ও রবিবার। যদিও এই সময় সরকারি কর্মচারী থেকে অন্যান্যদের কাজের চাপ বেশি থাকে।
মে মাসের ২৩ মে বুদ্ধ পূর্ণিমা। ওই দিনটি পড়েছে বৃহস্পতিবার। এরপর শুক্রবার ২৪ মে রয়েছে কাজী নজরুল ইসলামের জন্মদিন। এরপর ২৫ মে এবং ২৬ মে পড়েছে শনিবার ও রবিবার। জুন মাসের ১৫, ১৬ এবং ১৭ জুন টানা ছুটি পাওয়ার সুযোগ রয়েছে। কেননা ১৫ এবং ১৬ জুন শনিবার ও রবিবার হওয়ার পর ১৭ জুন সোমবার বকরি ইদের ছুটি রয়েছে।
আগস্ট মাসে ১৯ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি রয়েছে। ওই দিনটি পড়েছে সোমবার এবং তার আগের দুদিন অর্থাৎ ১৭ ও ১৮ আগস্ট শনিবার ও রবিবার। আবার ২৪ ও ২৫ আগস্ট শনিবার এবং রবিবারের পর ২৬ আগস্ট সোমবার ছুটি রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে। আগস্ট মাসের পর সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ সোমবার বিশ্বকর্মা পুজো। এর আগে ১৫ ও ১৬ সেপ্টেম্বর পড়েছে শনিবার এবং রবিবার।
অক্টোবর মাসে দুর্গা পুজোর জন্য লম্বা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। অক্টোবর মাসের ৮ তারিখ থেকেই মোটামুটি ভাবে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা ছুটি পেতে শুরু করবেন। এরপর রয়েছে লম্বা ছুটি। গোটা মাসেই মোটামুটি ভাবে বিভিন্ন সময় লম্বা ছুটির সুযোগ রয়েছে। এরপর আবার নভেম্বর মাসের ১৫ তারিখ শুক্রবার গুরু নানকের জন্মদিন উপলক্ষে রয়েছে ছুটি। ১৬ এবং ১৭ নভেম্বর শনিবার ও রবিবার। এক্ষেত্রেও টানা তিন দিন ছুটি পাওয়া যাবে। টানা এই সকল ছুটি ছাড়াও আরও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের জন্য সরকারি নিয়ম অনুসারে ছুটি রয়েছে।