Office Hours Metro: অফিসের টাইম হলো দিনের সবথেকে ব্যস্ত সময়, আর এইসময় যদি পাওয়া যায় মেট্রোর পরিষেবা তাহলে তো সোনায় সোহাগা। এই বাড়তি পরিষেবা মিলবে ব্লু লাইনে অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত। মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে বাড়ানো হচ্ছে ১৪ টি মেট্রো এবং তা শুরু হচ্ছে এই সপ্তাহ থেকে। আজকের প্রতিবেদনে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে পড়বেন এই প্রতিবেদনটি।
একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শনিবার কলকাতা মেট্রো (Office Hours Metro) তরফ থেকে এবং তাতেই এই বাড়তি পরিষেবার উল্লেখ রয়েছে। ভাববেন না শুধুমাত্র বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা, যাত্রীদের জন্য আরও পরিষেবা নিয়ে আসছে মেট্রো। ব্যস্ত সময়ে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ও কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত ৭ মিনিটের বদলে মেট্রো পাওয়া যাবে ৬ মিনিট অন্তর। অফিসের সময় আর সমস্যায় পড়তে হবে না নিত্যযাত্রীদের।
এই সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে ৬ দিন অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত আপ লাইনে ৭টি ও ডাউনে ৭টি (মোট ১৪টি) অতিরিক্ত মেট্রো (Office Hours Metro) চালাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোরে এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি অফিস যাত্রীরা। সকাল ৯টা থেকে সকাল ১১টা অর্থাৎ ব্যস্ততম সময়ে এই পরিষেবা পাওয়া যাবে। আবার অফিস থেকে ফেরার সময় অর্থাৎ বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মিলবে এই পরিষেবা।
আরও পড়ুন:Local Train Cancelled: আবারও যাত্রী ভোগান্তি শিয়ালদা ডিভিশনে, মকর সংক্রান্তিতে বাতিল একগুচ্ছ ট্রেন
তবে অপরিবর্তিত রাখা হচ্ছে প্রথম মেট্রোর সময়। অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। এই সময়ের কোনোরকম পরিবর্তন করছে না কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। সকাল ৬টা ৫৫-য় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো, অন্য দিকে ৬টা ৫৫-য় মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে। প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত রেখে বদলে ফেলা হচ্ছে অফিস টাইম এর মেট্রোর সময়।
আগে যেরকম শেষ মেট্রোর (Office Hours Metro) ক্ষেত্রে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো রাত সাড়ে ৯টায় ছাড়তো সেটাই অপরিবর্তিত থাকছে। এমনকি সময়ের কোনরকম বদল আনা হচ্ছে না। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রোরও সময়ের ক্ষেত্রেও। এটি ছাড়বে ৯টা ৪০-এ। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো রাত ৯টা ৩৩-এর বদলে ছাড়বে ৯টা ২৮-এ। আগের মতই পরিষেবা রাখা হয়েছে ব্লু লাইনে। অর্থাৎ রাতের বিশেষ মেট্রো পরিষেবা সোম থেকে শুক্রবার রাত ১০টা ৪০-এ পাওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, এখন ব্লু লাইনে সারা দিনে ২৪৮টি মেট্রো চলে। চলতি সপ্তাহে তা বেড়ে হবে ২৬২ হবে।