Ladies Compartment: মহিলা কামরায় ওঠার অপরাধে গ্রেপ্তার পুরুষ যাত্রীরা, অভিযুক্তের সংখ্যা ১৪১৩

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Ladies Compartment: মহিলা কামরায় ওঠার অপরাধে গ্রেপ্তার পুরুষ যাত্রীরা, অভিযুক্তের সংখ্যা ১৪১৩ জন। পরিবহন ব্যবস্থার মূল ভিত দাঁড়িয়ে রয়েছে ভারতীয় রেল পরিষেবাকে কেন্দ্র করে। প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ এই পরিষেবা ব্যবহার করেন। সেখানে যাত্রীর নিরাপত্তা একটি বড় বিষয়। বিশেষত নারী সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটি লোকাল ট্রেনে আলাদা মহিলা কামরার ব্যবস্থা করা হয়েছে। সেখানে পুরুষ যাত্রীর প্রবেশ নিষিদ্ধ। কিন্তু এই নিয়ম মানে না অনেকেই। মহিলা কামড়ায় উঠে পড়তে দেখা যায় পুরুষযাত্রীদের, যা দণ্ডনীয় অপরাধ।

Advertisements

নারী সুরক্ষার কথা মাথায় রেখে শুধুমাত্র লোকাল ট্রেনে মহিলা কামরা (Ladies Compartment) নয়, একটি আলাদা ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে মহিলাদের জন্য। যা লেডিস স্পেশাল নামে পরিচিত। লোকাল ট্রেনের মহিলা কামড়া অথবা লেডিস স্পেশাল ট্রেনে পুরুষদের ওঠা বারণ জানা সত্ত্বেও বহু যাত্রী প্রতিনিয়ত আইন ভেঙে চলেছেন। যার কারণে শুধুমাত্র অক্টোবর মাসে গ্রেফতার করা হয়েছে ১৪১৩ জন পুরুষ যাত্রীকে। রেলের পক্ষ থেকে প্রকাশ করা পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র অক্টোবর মাসে হাওড়া শাখা থেকে ২৬২ জন, শিয়ালদা শাখা থেকে ৫৭৫ জন, মালদা থেকে ১৭৬ জন এবং আসানসোল ডিভিশন থেকে প্রায় ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে মহিলা কামরায় চড়ে যাত্রা করার অপরাধে।

Advertisements

আরো পড়ুন: শীত পড়ার আগেই ঘুরে আসুন এই হিল স্টেশনগুলো থেকে

কিছুদিন আগেই শিয়ালদা শাখায় মহিলা কামরায় (Ladies Compartment) পুরুষ যাত্রীর উঠে পড়া নিয়ে একটি মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। শুধুমাত্র লোকাল ট্রেনের মহিলা কামরায় নয়, লেডিস স্পেশাল ট্রেনেও একাধিক পুরুষ যাত্রীকে যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ উঠেছিল। এরপর সেই মামলার বিচারক মন্ডলী কোন লোকাল ট্রেনের মহিলা কামরায় বা লেডিস স্পেশাল ট্রেনে পুরুষ যাত্রীকে যাত্রা করতে দেখা গেলে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দেয় রেল কর্তৃপক্ষকে। এমনকি নারী সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটি স্টেশনে নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়িয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে।

Advertisements

আরো পড়ুন: চালু হলো টিকিট বুকিং-এর এক ঝাঁক নতুন নিয়ম

কিছু ক্ষেত্রে ব্যস্ততার মধ্যে অনেক পুরুষ যাত্রী মহিলা কামরায় উঠে পড়েন। কিন্তু বহু পুরুষ যাত্রী রয়েছেন যারা ইচ্ছে করে মহিলা কামরাকেই (Ladies Compartment) বেছে নেন যাত্রা করার জন্য। আর সেই কারণেই রেল কর্তৃপক্ষ বাধ্য হয়েছে এই অভিযান চালাতে। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল হইচই। শেষ পর্যন্ত আরপিএফ এর পক্ষ থেকে অভিযান চালানো হয়। এবং তাতে শুধুমাত্র অক্টোবরে পূজোর মরসুমে ১৪১৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পেরেছে আরপিএফ।

রেল কর্তৃপক্ষের তরফ থেকে পুরুষ যাত্রীদের জন্য বারবার ঘোষণা করা হয়েছে মহিলা কামরায় (Ladies Compartment) চড়ে যাত্রা করা বন্ধ করুন। প্রয়োজন হলে অন্য ট্রেন ব্যবহার করুন। ট্রেনের সংখ্যা এখন অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই অযথা মহিলা কামরায় উঠে আইন ভঙ্গের ধৃষ্টতা করবেন না। কিন্তু তারপরও বহু পুরুষ যাত্রী প্রতিনিয়ত আইন ভেঙ্গে চলেছে। মহিলাদের জন্যও সতর্কতা জারি করেছে রেল কর্তৃপক্ষ যদি কোন মহিলা কামরায় কোন পুরুষ যাত্রীকে উঠে পড়তে দেখা যায় তাহলে তৎক্ষণাৎ ১৩৯ নম্বর ডায়াল করে অভিযোগ জানানোর কথা জানানো হয়েছে।

Advertisements