চমকে ভরা বিজেপির অবশিষ্ট ১৪৮ প্রার্থী তালিকা, রইলো আপনার কেন্দ্রের প্রার্থীর নাম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের প্রায় প্রতিটি মূল রাজনৈতিক দলই আসন্ন বিধানসভার জন্য নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপিও করেছে তবে তা অসম্পূর্ণ। আর বৃহস্পতিবার এই অসম্পূর্ণতা পূরণ করা হলো তাদের তরফ থেকে। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে যে ক’টি আসনের প্রার্থী ঘোষণা করা বাকি ছিল অর্থাৎ ১৪৮টি আসনের প্রার্থী তালিকা এদিন সামনে আনা হলো। আর এই প্রার্থী তালিকা সামনে আসতেই চমক।

Advertisements

এদিন যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে উল্লেখযোগ্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্থান পেয়েছেন মুকুল রায়। তিনি কৃষ্ণনগর পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন। বহু বছর বাদে ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাচ্ছে একসময়ের মমতার ছায়া সঙ্গীকে। এছাড়াও প্রার্থী তালিকায় উঠে এসেছে একাধিক রাজনীতিবিদ থেকে টলি তারকাদের নাম।

Advertisements

প্রার্থী তালিকায় আরও উল্লেখযোগ্য মুখ হলো শিখা মিত্র। এর থেকে বড় চমক আর কিছু হতে পারে বলে মনে করতে পারছেন না রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। কারণ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র সরাসরি কংগ্রেস থেকে বিজেপির প্রার্থী হলেন। তিনি প্রতিদ্বন্দ্বীতা করবেন চৌরঙ্গী আসন থেকে।

Advertisements

১৪৮টি আসনের প্রার্থীদের নাম

[aaroporuntag]
এছাড়াও প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা, মীনাদেবী পুরোহিতের মতো অভিজ্ঞ বিজেপি নেতা নেত্রীদের নাম। সেলেব প্রার্থী হিসাবে রয়েছেন পার্নো ও রুদ্রনীলের নাম। এছাড়াও আসানসোল দক্ষিণে সায়নী ঘোষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা নামছেন বিজেপির অগ্নিমিত্রা পাল।

Advertisements