নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গ গরমে তেতে উঠেছে, আর এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে অনেকেই ছুটে যাচ্ছেন উত্তরবঙ্গে। এখন দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ঘুরতে যাওয়ার প্ল্যান মানেই উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি এলাকা। ইতিমধ্যেই অনেকেই রয়েছেন যারা আগাম প্ল্যান করে ট্রেনের টিকিট থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থা সেরে ফেলেছেন। তবে এসবের মধ্যেই ১৫টি ট্রেন বাতিল (North Bengal Train Cancel List) ঘোষণা করল রেল।
১৫টি ট্রেন বাতিল করার ঘোষণা করা হয়েছে মূলত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে। এই রেলওয়ের অধীনে থাকা কাটিহার ডিভিশনের কিষাণগঞ্জ স্টেশন ও আলুয়াবাড়ি রোড স্টেশনে ইয়ার্ড রিমডেলিং, ইলেকট্রনিক ইনটারলকিং চালু, কমন লুপ লাইনের ব্যবস্থার জন্য প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের জন্য এই সকল ট্রেন বাতিল করার ঘোষণা করা হয়েছে। এছাড়াও কিছু ট্রেনকে আংশিক বাতিল, ঘুর পথে চালানো, সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিলিগুড়ি জংশন থেকে মালদা কোর্ট পর্যন্ত ০৭৫২০ ডেমু স্পেশাল ট্রেনটি ৪ থেকে ৮ মে পর্যন্ত বাতিল করা হয়েছে।
মালদা কোর্ট থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত ০৭৫১৯ ডেমু স্পেশাল ট্রেনটি ৫ থেকে ৯ মে পর্যন্ত বাতিল করা হয়েছে।
৫ থেকে ৮ মে পর্যন্ত ৭৫৭০৬/৭৫৭০৫ শিলিগুড়ি জংশন-রাধিকাপুর-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল, ০৭৫০৮ শিলিগুড়ি জংশন-রাধিকাপুর ডেমু স্পেশাল, ১৫৪৬৪/১৫৪৬৩ বালুরঘাট-শিলিগুড়ি জংশন-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
৬ থেকে ৯ মে পর্যন্ত ০৭৫০৭ রাধিকাপুর-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল বাতিল করা হয়েছে।
৫ থেকে ৮ মে পর্যন্ত ০৭৫৪৪/০৭৫৪৩ শিলিগুড়ি জংশন-কাটিহার-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল ও ১৫৭১০/১৫৭০৯ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
আরও পড়ুন ? Manaskhand Tour: জলের দরে উত্তরাখণ্ডের মানসখন্ড ভ্রমণের সুযোগ দিচ্ছে IRCTC! ট্রেন ছাড়বে হাওড়া থেকে
৪, ৬ ও ৭ মে পর্যন্ত ১৫৭২৩/১৫৭২৪ যোগবাণী-শিলিগুড়ি জংশন এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
৭ ও ৮ মে ২০২৪ ১৫৭১৯/১৫৭২০ কাটিহার-শিলিগুড়ি জংশন-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
যে সকল ট্রেন বাতিল করা হয়েছে সেই সকল ট্রেনের অধিকাংশ ট্রেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সংযোগ স্থাপন করে থাকে। এছাড়াও বিহারের সঙ্গেও সংযোগ স্থাপন করে থাকে। এক্ষেত্রে যারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান করে রেখেছেন এবং ট্রেন বাতিলের খবর শুনে ঘাবড়ে গিয়েছেন তাদের ঘাবড়ানোর কোন প্রয়োজন নেই। কেননা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি অথবা অন্য কোন জায়গা যাওয়ার কোন ট্রেন বাতিলের খবর নেই।