ঝাঁ-চকচকে ১৫১টি বেসরকারি ট্রেন চলবে দেশে, বাংলা পাচ্ছে ১৪টি

নিজস্ব প্রতিবেদন : ধাপে ধাপে ভারতীয় রেলে বেসরকারি পুঁজির প্রবেশের পদক্ষেপ হিসাবে কেন্দ্র সরকারের তরফ থেকে এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। যে পদক্ষেপ অনুযায়ী ১০৯টি রুটে ১৫১টি অত্যাধুনিক ঝাঁ-চকচকে বেসরকারি ট্রেন চালানো হবে। যা নিয়ে ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে টেন্ডার ডাকা হয়েছে। আর এর থেকে ভারতীয় রেলের ৩০ হাজার কোটি টাকা আয় বাড়বে বলে মনে করা হচ্ছে।

রেল সূত্রে জানা গিয়েছে, এই ১৫১টি ট্রেন নির্মাণ হবে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায়। এই ট্রেনগুলি তৈরি থেকে সরঞ্জাম সরবরাহ এবং চালানোর দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার হাতে। পাশাপাশি এই ট্রেনগুলি দেখভাল করবে ওই বেসরকারি সংস্থাগুলিই। বেসরকারি লগ্নিতে প্যাসেঞ্জার ট্রেন চালানোর এই প্রয়াস ভারতে প্রথম। আর এই বেসরকারি সংস্থার হাতে ট্রেন পরিচালনার দায়িত্ব দেওয়া হলে বাড়বে নিরাপত্তা, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান ইত্যাদি বলে দাবি করা হয়েছে রেলের তরফ থেকে।

বেসরকারি সংস্থাদের দ্বারা আগামীদিনে আসতে চলা এই ট্রেনগুলির লভ্যাংশ থেকে সরকারকে যেমন ভাগ দিতে হবে ঠিক তেমনি বেসরকারি ওই সংস্থাগুলিকে বিদ্যুৎ সহ অন্যান্য বিভিন্ন খরচ টাকা দিতে হবে। তবে এই ট্রেনগুলি বেসরকারি সংস্থাদের দ্বারা চালানো বা পরিচালিত হলেও ট্রেনগুলির গার্ড এবং চালক ভারতীয় রেল দ্বারাই নিয়োজিত হবে। অত্যাধুনিক এই ট্রেনগুলিতে থাকবে ১৬টি কামরা, গতিবেগ সর্বোচ্চ প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার। এই ট্রেনগুলি কোন এক নির্দিষ্ট রুটের ক্ষেত্রে সর্বোচ্চ গতিবেগ ট্রেন বলে পরিগণিত হবে।

বাংলা যে ১৪টি বেসরকারি ট্রেন পেতে চলেছে

কেন্দ্রীয় রেলমন্ত্রী তরফ থেকে এই বেসরকারি ট্রেনগুলি চালানোর জন্য ১০৯ টি রুটকে ১২টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। আর এই ১৫১টি ট্রেনের মধ্যে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেল অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবে ১৪টি, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। যেগুলির মধ্যে পূর্ব রেল পাবে ৬টি ট্রেন এবং দক্ষিণ-পূর্ব রেল পেতে চলেছে ৮টি ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলে টাটানগর থেকে শালিমার রােজ ট্রেন চলবে। হাওড়া-চেন্নাই, শালিমার-পুনে, শালিমার-বেঙ্গালুরু ট্রেন চলবে। পূর্ব রেলে হাওড়া-পাটনা, হাওড়া-এনজেপি, শিয়ালদা-গুয়াহাটি ট্রেন চলবে।

আবার অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ পেতে চলেছে ২২টি ট্রেন। এই ট্রেনগুলি চলবে ১১টি রুটে, যাদের মধ্যে ১০টি রুট হাওড়া থেকে এবং একটি রুট শিয়ালদা থেকে। যেগুলি হলো শিয়ালদহ-গুয়াহাটি এবং গুয়াহাটি-শিয়ালদহ ট্রেনটি। হাওড়া দিয়ে রাঁচি-হাওড়া রুটে দুটি এবং হাওড়া-পুরী রুটে দুটি করে ট্রেন যাতায়াত করবে। এছাড়া হাওড়া থেকে পুণে, চেন্নাই, নিউ বঙাইগাঁও, আনন্দবিহার, বারাণসী এবং ভাগলপুর রুটে একটি করে ট্রেন যাতায়াত করবে।