নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করার পর সোমবার রয়েছে তার মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ৪৩ জনের নাম প্রকাশ করা হয় যারা শপথ নেবেন। ৪৩ জন নামের মধ্যে অধিকাংশ মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী হিসেবে পুরাতন হলেও মন্ত্রীর মুখ হিসেবে নতুন ১৬ জন শপথ নিতে চলেছেন। তবে টলিউডের কারোর ঠাঁই হলো না এই মন্ত্রিসভায়।
মন্ত্রীর মুখ হিসেবে নতুন যে ১৬ জন শপথ গ্রহণ করবেন তারা হলেন বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, হুমায়ুন কবীর, অখিল গিরি, রত্না দে নাগ, বুলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি। এদের মধ্যে আবার বেশ কয়েক জন রয়েছেন সদ্য রাজনীতিতে পা দেওয়া এবং বিধায়ক হওয়া।
সদ্য রাজনীতিতে পা রেখে বিধায়ক এবং বিধায়ক থেকে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী যারা হচ্ছেন তারা হলেন হুমায়ুন কবির, বীরবাহা হাঁসদা, মনোজ তিওয়ারি। বীরবাহা হাঁসদা সদ্য রাজনীতিতে পা দিয়ে বিধায়ক হলেও তিনি বড় হয়ে উঠেছেন রাজনীতির পরিবেশেই। তার বাবার নরেন হাঁসদা ঝাড়খন্ড পার্টির নেতা। পাশাপাশি প্রচারের সময় বীরবাহা হাঁসদার আগ্রাসী মনোভাবের নজর কেড়েছিল। প্রশাসনিক অনুমতি না নিয়ে শুভেন্দু অধিকারী একটি রোড শো করতে গেলে সেই রোড শো তিনি আটকে দেন পথে নেমে।
[aaroporuntag]
অন্যদিকে মনোজ তিওয়ারি দীর্ঘদিন ধরে বাংলা এবং ভারতীয় ক্রিকেট দলের সদস্য থাকার কারণে খেলা সম্পর্কে তার বিশেষ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাকে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি হুমায়ুন কবিরকে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে তা জানা না গেলেও এবং তিনি রাজনীতিতে সদ্য পা দিলেও তিনি দীর্ঘদিনের একজন অভিজ্ঞ আইপিএস অফিসারের দায়িত্ব পালন করেছেন। আর সেই অভিজ্ঞতাকেও কাজে লাগাতে চাইছে শাসক দল তৃণমূল।