একসাথে দুহাতে দুদিকে লিখে ভাইরাল ১৬ বছরের কিশোরী

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন অনেক ভিডিও ভাইরাল হয়,যেগুলি দেখে তাজ্জব হয়ে যেতে হয়। মানুষের প্রতিভা সত্যিই এক বিস্ময়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে, এক কিশোরীর অবাক করা প্রতিভার প্রকাশ এটি।

Advertisements

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, ওই কিশোরী দুহাতে একই সঙ্গে লিখছেন পরস্পরের উল্টো মুখ করে। ম্যাঙ্গালোরের বাসিন্দা এই তরুণীর বয়স ১৬ বছর। নাম অদিতি স্বরূপা। নিজের প্রতিভা জোরে অদিতি ইতিমধ্যেই উত্তরপ্রদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা লতা ফাউন্ডেশন অফ রায়বরেলির রেকর্ড বুকে নিজের নাম তুলে ফেলেছে।

Advertisements

প্রসঙ্গত, এই সংস্থার রেকর্ডবুকে এর আগে যিনি রেকর্ড করেছিলেন তিনি দুহাতে মিনিটে ২৫টি শব্দ লিখেছিলেন। অদিতি এক সাথে দুই হাতে মিনিটে ৪০টি শব্দ লিখেছেন। ফলে আগের রেকর্ডটি ভেঙে ফেলতে তিনি সক্ষম হয়েছেন।

Advertisements

ম্যাঙ্গালোর ডটকম বলে একটি ফেসবুক পেজে অদিতির দুহাতে পরস্পরের উল্টো মুখে লেখা এই ভিডিও আপলোড হয়েছে। মোট দুটি ভিডিও আপলোড হয়েছে সোশ্যাল সাইটে। অদিতির বিরল প্রতিভার এই ভিডিও খুব সহজেই নেটাগরিকদের মন জয় করেছে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে অদিতি একই লাইনে দুই হাতে একসঙ্গে লিখে চলেছে কিন্তু এই লেখা দেখলে মনে হবে দুজন যেন আলাদা ব্যক্তি আলাদাভাবে লিখছে। আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে অদিতি ডান হাত দিয়ে বাম দিক থেকে ডান দিকে লিখে চলেছে, যেভাবে সবাই লেখেন, আর বাম হাত দিয়ে ডান দিক থেকে বাম দিকে লিখে চলেছেন। এরপর লেখাগুলিকে দেখলে অবাক হয়ে যেতে হয় যখন চোখে পড়ে বাম হাতে লেখাগুলি ডান হাতের লেখার ‘মিরর ইমেজ’ অর্থাৎ আয়নায় কোন সাধারণ লেখাকে উল্টালে যেমন দেখায় ঠিক সেইরকম।

এ প্রসঙ্গে অদিতির বাবা বলেছেন, “অদিতির এই প্রতিভা দু’বছর বয়স থেকেই দেখা গিয়েছিল। আস্তে আস্তে সে নিজের ক্ষমতা বাড়িয়েছে। তার বিশ্বাস অদিতি যদি অভ্যাস চালিয়ে যায় তবে সে মিনিটের ৬০টি শব্দও লিখে ফেলতে পারবে একদিন।”

উল্লেখ্য, এই মুহুর্তে অদিতির পাখির চোখ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। আশা করা যায় খুব শীঘ্রই এই রেকর্ডেও সে তার নাম তুলে ফেলবে।

Advertisements