নিজস্ব প্রতিবেদন : বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে অথচ বৃষ্টি না হওয়ার কারণে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যের বাসিন্দাদের। হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার মেঘলা আকাশ থাকার পাশাপাশি কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই ছবি লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে।
এই ভ্যাপসা গরম, বাসিন্দাদের যখন নাজেহাল অবস্থা সেই সময়ে এই অবস্থা থেকে মুক্তি চাইছেন সকলেই। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি নেই রাজ্যের বাসিন্দাদের। অন্ততপক্ষে দক্ষিণবঙ্গের ছবিটা আগামী দিন কয়েক কোনরকম পরিবর্তন হবে না। ঘেমেনেয়ে নাজেহাল থাকতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী দিন কয়েক মেঘলা আকাশ থাকার পাশাপাশি মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। যে সকল এলাকায় এই দু-এক পশলা বৃষ্টি হবে সেই সকল এলাকায় সাময়িক স্বস্তি মিলবে। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। অবস্থার পরিবর্তন হতে পারে আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ জুলাই থেকে। সেই সময় থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে।
তবে আগামী দিন কয়েক উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনার কথা এবং সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে এই পরিস্থিতি বজায় থাকবে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত।