নিজস্ব প্রতিবেদন : বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে এবার ভারতে। এই এক্সপ্রেসওয়েতে গাড়ি ছুটলো ঘণ্টায় ১৭০ কিলোমিটার গতিবেগে। যে গাড়িতে যাত্রী ছিলেন খোদ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি। মূলত এই এক্সপ্রেসওয়েতে স্পিড টেস্টিং করার জন্য নিজের গাড়িকেই বেছে নেন কেন্দ্রীয় মন্ত্রী। শুধু বেছে নেওয়াই নয়, সঙ্গে সেই গাড়িতে যাত্রী হিসাবেও ছিলেন তিনি নিজেই। সম্প্রতি সেই ভিডিওই সামনে এসেছে।
কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকড়ির কিয়া কার্নিভাল গাড়িটি ছোটানো হয় এই এক্সপ্রেসওয়েতে। বিশ্বের দীর্ঘতম এই এক্সপ্রেসওয়ে হলো দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ে। সাধারণত নতুন কোন রাস্তা তৈরি হওয়ার পর সেই রাস্তার গতি পরীক্ষা করার জন্য সরকারি ইঞ্জিনিয়ারদের গাড়ি চালিয়ে সেই পরীক্ষা করা হয়। গাড়ির গতি বেগ ঘন্টায় ১৬০ থেকে ১৭০ কিলোমিটার রাখা হয়। আর এই সড়কের কাজ কতদূর রয়েছে তা পর্যবেক্ষণ করার জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী পর্যবেক্ষণে গিয়ে এই পরীক্ষা করান।
দিল্লি মুম্বই এই এক্সপ্রেস ওয়ে তৈরি করতে কেন্দ্রের খরচ হচ্ছে ৯৮,০০০ কোটি টাকা। এই সড়কটি তৈরি হয়ে যাওয়ার পর দেশের গুরুত্বপূর্ণ এই দুই শহরের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে সময় কমবে প্রায় ১২ ঘণ্টা।
What a man @nitin_gadkari ji.
Really super hero of expressways. pic.twitter.com/Sb3fEhpq1P
— Avadhut Kelkar (@kelkaravadhut) September 17, 2021
অন্যান্য নতুন সড়ক তৈরি হওয়ার পর সেই সকল সড়কের গতি পরীক্ষা করার জন্য ইঞ্জিনিয়াররা সেই পরীক্ষা করলেও এই সড়কের ক্ষেত্রে খোদ কেন্দ্রীয় মন্ত্রীর এইভাবে ঝুঁকি নিয়ে পরীক্ষায় নামাটা দেশের মানুষদের প্রশংসা কেড়েছে। তবে অনেকেই আবার এমন ঝুঁকিপূর্ণ বলেও মনে করছেন। অনেকে আবার কিয়া কার্নিভালের মতো গাড়িতে এত গতি তোলা নিরাপদ নয় বলেও উল্লেখ করেছেন।