নিজস্ব প্রতিবেদন : ভোটের মরশুমে এক ধাক্কায় রাজ্যে আকাশছোঁয়া করোনা আক্রান্ত। সাম্প্রতিক রাজ্যের করোনা গ্রাফে কোথাও স্বস্তি নেই রাজ্যের। কেবলমাত্র ঝাড়গ্রাম বাদে প্রতিটি জেলায় ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা অন্যান্য জেলাগুলিকে টেক্কা দিলো বীরভূমও।
রাজ্য স্বাস্থ্য ভবনের শেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৩ জন। যার পর রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৮৯ হাজার ৯২২। আকাশছোঁয়া আক্রান্তের সংখ্যা হলেও সুস্থ হয়ে ওঠার সংখ্যা খুবই নগণ্য। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মাত্র ৫৫০ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ৫ লক্ষ ৭১ হাজার ৮৯৫ জন। গত ২৪ ঘণ্টায় চারজনের প্রাণহানি হওয়ায় রাজ্যে মোট প্রাণহানির সংখ্যা বর্তমানে ১০ হাজার ৩৩৫। আর এসবের পর সক্রিয় রোগীর সংখ্যা রাজ্যে ৭৬৯২।
গত ২৪ ঘন্টায় যেসকল জেলাগুলিতে সবথেকে বেশি করোনা আক্রান্ত রোগী ধরা পড়েছে তার মধ্যে প্রথমে রয়েছে কলকাতা, যেখানে আক্রান্তের সংখ্যা ৫১৩। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা যেখানে আক্রান্ত ৩৩১। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা, আক্রান্ত ১৭৩। চতুর্থ স্থানে হাওড়া ১৫৯। উল্লেখযোগ্যভাবে পঞ্চম স্থানে বীরভূম, বীরভূমে একদিনে আক্রান্ত ১৫৮।
[aaroporuntag]
এছাড়াও বিপুল সংখ্যক করোনা রোগীর সন্ধান মিলেছে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও। একদিকে যখন রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে ঠিক সেইসময় এইভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রীতিমতো প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে স্বস্তি এখানেই যে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়লেও এখনো পর্যন্ত প্রাণহানির সংখ্যা অনেকটা কম। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এইভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো প্রাণহানির সংখ্যা হঠাৎ করে বাড়তে শুরু করবে। যে কারণে এখনই সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।