Pending DA: অনেক হল DA বৃদ্ধি, এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র, সরকারি কর্মচারীরা পাবেন প্রচুর টাকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র হোক অথবা রাজ্য, প্রত্যেক সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো DA এবং DR। সরকারি কর্মচারীদের এই সকল চাহিদার পরিপ্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে সময়ের পরিস্থিতিতে DA ও DR বাড়ানো হয়ে থাকে। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকারের তরফ থেকে ৪ শতাংশ DA বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বের হয়েছে ৫০%। তবে গত মাস কয়েক আগে বৃদ্ধি করা এই DA কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুখবরের শেষ কথা নয়। কেননা জুলাই মাসে হয়তো আরো একবার ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে।

কেন্দ্র সরকারের তরফ থেকে বছরে দুবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয়। তবে এসব ডিএ বৃদ্ধির ঘোষণা এখন অতীত, কেননা কেন্দ্র সরকার এবার নতুন যে পদক্ষেপ নিতে চলেছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একসঙ্গে প্রচুর টাকা পাবেন। এই টাকা অবশ্য আজকের নয়, এই টাকা দেওয়া হতে পারে কোভিড অতিমারি সময়ের।

আরও পড়ুন 👉 DA Hiked West Bengal: ৪ শতাংশ, ৮ শতাংশ অতীত! এবার বাংলার এই সরকারি কর্মচারীদের ১০% ডিএ বৃদ্ধি করল নবান্ন

দেশে যখন করোনা ছড়িয়ে পড়েছিল সেই সময় সমস্ত অর্থনৈতিক কার্যকলাপ এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ডিএ ও ডিআর প্রদান বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি সেই বকেয়া টাকা (Pending DA) দেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব গিয়েছে। যে কারণে আসন্ন বাজেটেই এই বিষয়ে বড় ঘোষণা করে দিতে পারে কেন্দ্র সরকার বলেই আশা করা হচ্ছে।

ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব গোপাল মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বকেয়া ১৮ মাসের এরিয়ার মেটানোর জন্য প্রস্তাব দিয়েছেন। আর সেই প্রস্তাবের পর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। যদিও বেশ কয়েকবার এই বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য প্রস্তাব জানানো হয়েছিল। তবে এবার আশা করা হচ্ছে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত বকেয়া ডিএ ও ডিআর মেটানোর ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে পারে কেন্দ্র।