নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরের নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে এই পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আর এই সতর্কতাবাণীর পাশাপাশি বুধবার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হলো ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা।
এদিন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মোটামুটি সারাদিনই আকাশ মেঘে ঢাকা থাকতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি ভুলে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ থাকতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। উত্তরবঙ্গে আগামী দিন দুয়েক এমন বৃষ্টি বজায় থাকবে বলে জানানো হয়েছে।
শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার বীরভূমের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে খুব একটা ভারী বৃষ্টির তেমন কোন পূর্বাভাস নেই।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে একটি মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হচ্ছে। যে নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। এই নিম্নচাপটি ওড়িশা হয়ে মধ্যপ্রদেশের দিকে চলে যাবে। যে কারণে দখিনা বাতাস শক্তিশালী হওয়ায় প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ডুকছে পশ্চিমবঙ্গে। আপাতত মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে।