ফের খুশির হাওয়া, আবারও কমানো হলো সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দিনের পর দিন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার পর অবশেষে মঙ্গলবার ২৯ আগস্ট ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের (LPG) দাম কমানো হয়েছে। কেন্দ্র সরকারের ঘোষণায় সিলিন্ডার প্রতি ২০০ টাকা দাম কমানো হয়। এই সিদ্ধান্তের ফলে রান্নার গ্যাসের দাম দেশের প্রায়ই সব জায়গাতেই এক হাজার টাকার কম হল। অন্যদিকে যাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় কানেকশন রয়েছে তারা এবার ৪০০ টাকা কমে সিলিন্ডার পাবেন।

গৃহস্থালীদের বাড়িতে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমার পর আবারও একটি খুশির খবর মিললো। আবারও কমানো হয়েছে রান্নার গ্যাসের দাম। তবে এবার সিলিন্ডার প্রতি দাম কমানো হয়েছে বাণিজ্যিকভাবে ব্যবহৃত অর্থাৎ ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। নতুন এই সিদ্ধান্ত সরাসরি না হলেও পরোক্ষভাবে প্রভাব ফেলবে আমজনতার ওপর।

বাণিজ্যিকভাবে ব্যবহৃত ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে অনুষ্ঠান বাড়ি সহ বিভিন্ন জায়গায়। এক্ষেত্রে হোটেল, রেস্তোরাঁ মালিকদের খরচ কমবে এবং তার প্রভাব পড়বে আমজনতার ওপর। আবার কারো বাড়িতে অনুষ্ঠান ইত্যাদি থাকলে তিনিও কম খরচে কাজ সেরে নিতে পারবেন। কেননা রান্নার গ্যাস এখন মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি যুক্ত হয়ে গিয়েছে।

শুক্রবার ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত মাসে অর্থাৎ আগস্ট মাসেও ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। সেবার দাম কমানো হয়েছিল ৯৯ টাকা ৭৫ পয়সা। পরপর দু’মাস ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে যাওয়ার কারণে খুশির হাওয়া বইছে সাধারণ দেশবাসীর মধ্যে।

সেপ্টেম্বর মাসে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ১৫৮ টাকা দাম কমার পর নতুন দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ১৫২২.৫০ টাকা। কলকাতায় দাম দাঁড়াল ১৬৩৬ টাকা। মুম্বাইয়ে দাম হল ১৪৮২ টাকা। চেন্নাইয়ে দাম দাঁড়ালো ১৬৯৫ টাকা।