New Price of LPG: মে মাসের শুরুতেই সুখবর, ফের হুস করে কমলো রান্নার গ্যাসের দাম

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে ফের একবার দাম কমলো রান্নার গ্যাসের (LPG)। রান্নার গ্যাসের দাম কমা অথবা বাড়া দেশের কোটি কোটি নাগরিকদের ওপর সরাসরি প্রভাব ফেলে থাকে। কেননা এখন অধিকাংশ বাড়ি থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ সব জায়গাতেই রান্নার জন্য ব্যবহার করা হয়ে থাকে রান্নার গ্যাস। স্বাভাবিকভাবেই রান্নার গ্যাসের দাম কমার ফলে অনেকটাই স্বস্তি ফেরায় আমজনতার মধ্যে।

গত এপ্রিল মাসেও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে। এপ্রিল মাসের পর মে মাসের শুরুতেও রান্নার গ্যাসের দাম কমানো হলো। আর এর ফলে এখন অনেকটাই সস্তায় পাওয়া যাবে রান্নার গ্যাস। নতুন করে মে মাসে রান্নার গ্যাসের দাম কমানোর ফলে এখন নতুন দাম (New Price of LPG) কত পড়বে চলুন দেখে নেওয়া যাক।

মে মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম কমানোর বিষয়ে মঙ্গলবার রাতেই গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। তাদের ঘোষণা অনুযায়ী ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ২০ টাকা করে দাম কমানো হয়েছে। কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য জায়গাতেও ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। আর এই নতুন সিদ্ধান্তের ফলে হুস করে অনেকটাই দাম কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের।

আরও পড়ুন ? LPG Safety Check: রান্নার গ্যাস কানেকশন নিয়ে নয়া সিদ্ধান্ত! খুঁত দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা

নতুন করে মে মাসে দাম কমার পর এখন কলকাতায় ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের পিছনে খরচ করতে হবে ১৮৫৯ টাকা। যেখানে গত মাসে খরচ করতে হয়েছিল ১৮৭৯ টাকা। দিল্লিতে যেখানে গত মাসে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের পিছনে খরচ করতে হয়েছিল ১৭৬৪.৫০ টাকা, সেই জায়গায় মে মাসে খরচ করতে হবে ১৭৪৫.৫০ টাকা। দিল্লিতে সিলিন্ডার প্রতি দাম কমেছে ১৯ টাকা।

মুম্বাইয়ে গত এপ্রিল মাসে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের পিছনে গ্রাহকদের খরচ করতে হয়েছিল ১৭১৭.৫০ টাকা, সেই জায়গায় মে মাসে খরচ করতে হবে ১৬৯৮.৫০ টাকা। মুম্বাইয়ে দাম কমেছে ১৯ টাকা। চেন্নাইয়েও ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৯ টাকা। এপ্রিল মাসে এখানে খরচ করতে হয়েছে ১৯৩০ টাকা আর মে মাসে দাম কমার পর খরচ করতে হবে ১৯১১ টাকা। তবে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে চলতি মাসে।