দারুণ স্বস্তির খবর, মাসের প্রথম দিনেই অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের শুরুতেই গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি সিলিন্ডার প্রতি গ্যাসের (LPG) দাম নির্ধারণ করে থাকে। সেইমত আগস্ট মাসের প্রথম দিনেই রান্নার গ্যাসের নতুন দাম সংস্থাগুলির তরফ থেকে জানিয়ে দেওয়া হল। দিন দিন যেখানে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় আগস্ট মাসের শুরুতে সুখবর এবং স্বস্তির খবর হলো রান্নার গ্যাসের দাম কমে যাওয়া। রান্নার গ্যাসের দাম কমা এখন আমজনতার কাছে অবিশ্বাস্য হলেও এমনটাই হয়েছে।

আগস্ট মাসের প্রথম দিনে রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম কমানোর ঘোষণা করা হয়েছে মূলত বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের ক্ষেত্রে। এখনো পর্যন্ত গৃহস্থালিদের জন্য ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। গৃহস্থালীদের জন্য ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি দামে কোন পরিবর্তন না করার ফলে জুলাই মাসে যে দাম দিতে হয়েছিল সেই একই দাম আগস্ট মাসেও দিতে হবে।

রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে মঙ্গলবার ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ১০০ টাকা করে দাম কমানোর ঘোষণা করেছে। এই ধরনের বাণিজ্যিক রান্নার গ্যাস বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ সহ খাবারের দোকানগুলিতে ব্যবহার করা হয়। এছাড়াও বাড়িতে কোন অনুষ্ঠান ইত্যাদির ক্ষেত্রেও এই ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে। ফলে সরাসরি না হলেও পরোক্ষভাবে নাগরিকরা উপকৃত হবেন।

১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ১০০ টাকা করে দাম কমার পর এখন দিল্লিতে সিলিন্ডার প্রতি দাম দাঁড়িয়েছে ১৬৮০ টাকা। গত জুলাই মাসের ৪ তারিখ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম প্রায় ২৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। ২৫ টাকা বৃদ্ধি করার পর সিলিন্ডার প্রতি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কলকাতায় দাঁড়িয়েছিল ১৮৯৫ টাকা। তবে আগস্ট মাসের শুরুতে দাম কমার কারণে কলকাতায় এর দাম দাঁড়াল ১৮০২.৫০ টাকা।

সিলিন্ডার প্রতি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমলেও গৃহস্থালিদের জন্য ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম একই থাকার ফলে মধ্যবিত্ত পরিবারগুলি স্বস্তি পেল না বলে মনে করা হচ্ছে। কেননা এখনো পর্যন্ত তাদের জায়গার ভিত্তিতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের পিছনে ১২০০ টাকারও বেশি খরচ করতে হচ্ছে। অন্যদিকে ১৯ কেজি ওজনের সিলিন্ডারের দাম কমে যাওয়ায় মুম্বাইয়ে দাম হয়েছে ১৬৪০.৫০ টাকা, চেন্নাইয়ে দাম হল ১৮৫২.৫০ টাকা।