Commercial LPG Price Dropped: ফের ধপাশ করে পড়ল রান্নার গ্যাসের দাম! ১ জুলাই থেকেই কার্যকর নতুন দাম

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস বা রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) সম্পর্কে আমাদের নতুন করে ধারণা নেওয়ার বা নতুন করে বলার কিছু নেই। মধ্যবিত্ত পরিবারগুলির রান্নাঘরে অনেক আগে থেকেই রান্নার গ্যাস কানেকশন থাকলেও এখন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিম এখন দেশের নিম্নবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির রান্নাঘরেও রান্নার গ্যাস কানেকশন পৌঁছে দিয়েছে। এছাড়াও রয়েছে অনেক সহজে গ্যাস কানেকশন পাওয়া।

রান্নার গ্যাস কানেকশন আগের তুলনায় অনেক সহজে পাওয়ার ফলে বহু মানুষ রয়েছেন যারা আর কাঠ কয়লা অথবা অন্য কোন জ্বালানি ব্যবহার না করে রান্নার গ্যাস (LPG) রান্নার কাজে ব্যবহার করে থাকেন। তবে সে যাই হোক, দেশের মানুষদের রান্নার গ্যাস নিয়ে সবচেয়ে বেশি যে অভিযোগ তাহলো দাম। সম্প্রতি কেন্দ্র সরকার ভর্তুকি না দিলে রান্নার গ্যাসের দাম যে জায়গায় পৌঁছে গিয়েছিল তা আমজনতার কাছে নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছিল।

কেন্দ্র সরকারের তরফ থেকে বিপুল টাকা ভর্তুকি দেওয়ার ফলে দেশের অধিকাংশ জায়গায় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ৯০০ টাকার নিচে বা আশেপাশে, আবার যে সকল গ্রাহকরা রয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় তাদের জন্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ৬০০ টাকার নিচে। এসবের মধ্যেই জুলাই মাসে ফের ৩১ টাকা দাম কমানো (Commercial LPG Price Dropped) হলো সিলিন্ডার প্রতি। যদিও এই দাম কমেছে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে।

আরও পড়ুন 👉 Free LPG Cylinder: চিন্তার দিন শেষ, বছরে ৩টি রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার ঘোষণা রাজ্যের

জুলাই মাসের ১ তারিখ থেকে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৩১ টাকা কমানোর ফলে কলকাতায় যেখানে আগে দাম দিতে হতো ১৭৮৭ টাকা, সেই জায়গায় এখন দিতে হবে ১৭৫৬ টাকা। দিল্লিতে দাম কমেছে ৩০ টাকা, এখন দিল্লিতে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের পিছনে খরচ করতে হবে ১৬৪৬ টাকা। কলকাতার মতোই মুম্বাই ও চেন্নাইয়ে দাম কমেছে ৩১ টাকা করে। ওই দুই শহরে এখন ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ১৫৯৮ এবং ১৮০৯.৫০ টাকা।

শুধু জুলাই মাসে নয়, গত জুন মাসেও ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বিপুল পরিমাণে কমানো হয়েছিল। জুন মাসের দাম কমানো হয়েছিল সিলিন্ডার প্রতি ৭২ টাকা। তবে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোন পরিবর্তন আনা হয়নি জুলাই মাসে। সুতরাং আগের মতই দাম দিতে হবে গৃহস্থালিদের। অন্যদিকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমার কারণে তার প্রভাব সরাসরি না হলেও পরোক্ষভাবে পড়বে সাধারণ মানুষদের উপর।