নিজস্ব প্রতিবেদন : বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার পাশাপাশি তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকার কারণে এখন দক্ষিণবঙ্গ জুড়ে চলছে অস্বস্তিকর আবহাওয়া। তবে এই আবহাওয়াই আগামী রবিবার থেকে বদল আসবে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে (Weather Office)। শনিবার এই বিষয়েই হাওয়া অফিসের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে।
রবিবার তাপপ্রবাহ বজায় থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়। উষ্ণ এবং আদ্র আবহাওয়া বজায় থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার যে সকল জেলায় বৃষ্টি হতে পারে সেই সকল জেলাগুলি হল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায়। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন ? Cyclone Remal Name Meaning: কারা রাখল ঘূর্ণিঝড় রেমালের নাম, এই নামের অর্থ কি
সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার আবার কোন কোন জেলায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলা বাদে সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ বেশ ভালই থাকবে বলে জানানো হয়েছে।
২১ তারিখ অর্থাৎ মঙ্গলবার একই রকম পরিস্থিতি থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কেবলমাত্র উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। ২২ তারিখ উত্তর ও দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কালিম্পং ও জলপাইগুড়ি জেলা বাদে বাকি সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ কমে আসবে। ২৪ ও ২৫ তারিখ ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ কমবে গোটা বাংলা জুড়েই।