Vinod Kambli: শর্ত মানলে তবেই পাশে দাঁড়ানো হবে বিনোদ কাম্বলির, এমনটাই বার্তা দিল ৮৩-এর বিশ্বকাপজয়ী দল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Vinod Kambli: সময় কারোর জীবনেই সমান থাকেনা, উত্থান-পতন লেগেই রয়েছে। কিন্তু মুম্বইয়ে কিংবদন্তি কোচ রমাকান্ত আচরেকরের স্মরণসভায় বিনোদ কাম্বলিকে দেখে রীতিমতো আঁতকে উঠেছেন বহু ক্রিকেটার। তার বর্তমান শারীরিক পরিস্থিতি মোটেই সুবিধার নয়। চোখমুখ ঢুকে গিয়েছে, হাত কাঁপছে এমনকি লক্ষ্য করা গেছে আচরণও যেন একটু অপ্রকৃতস্থ। বিনোদের এই পরিস্থিতিতে মর্মাহত অনেকেই। বিনোদের এই অবস্থা দেখে এগিয়ে এসেছেন সচিন নিজেই। বিনোদ প্রথমে বুঝতে পারেননি। তারপর ঘটলো এক অবাক করা ঘটনা, বাল্যবন্ধুকে এমনভাবে আঁকড়ে ধরলেন যেন আর ছাড়বেন না। দাঁড়ানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হলেন বিনোদ।

Advertisements

কাম্বলির (Vinod Kambli)এমন হাল হওয়ার মূলে আসল কারণ কি? বহু গুঞ্জন সামনে উঠে আসছে তার এই শারীরিক পরিস্থিতির জন্য। বহু লোকে দায়ী করেছেন তার উচ্ছৃঙ্খল জীবনযাত্রা এবং মদ্যপানের প্রতি আসক্তিকে। তবে বিনোদকে সুস্থ করে তুলতে হবে এমনটাই মনে করছে সকলে। কাম্বলির জন্য এবার এগিয়ে এলেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। তার সমস্ত খরচা বহন করবে এবার থেকে এই দল কিন্তু রেখেছে বিশেষ কিছু শর্ত। শর্ত শুধুমাত্র একটাই কাম্বলিকে নিজে রিহ্যাবে যেতে হবে।

Advertisements

১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং প্রাক্তন ফাস্ট বোলার সান্ধু বলেছেন যে, কপিল দেব স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিনোদের সমস্ত খরচা বহন করা হবে কিন্তু বিনোদকে সুস্থ হতে যেতে হবে রিহ্যাবে। তিনি আরো কিছু শর্ত দেন, যতদিন ধরে তার চিকিৎসা চলবে সমস্ত খরচা বহন করা হবে, কিন্তু তাকে(Vinod Kambli)রিহ্যাবে গিয়ে পুরোপুরি সুস্থ হতে হবে। এই গুরুত্বপূর্ণ শর্ত মানতে পারলে তবেই সমস্ত খরচা বহন করবে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দল।

Advertisements

আরও পড়ুন: LotteryLottery: লটারি জিতে কোটিপতি হলো কলমিস্ত্রি, প্রথম পুরস্কার পেয়েও বিশ্বাস হল না তার

একজন ক্রিকেটারের এমন অবস্থা সত্যিই মেনে নেওয়ার মতো নয়। ভারতীয় প্রাক্তন ক্রিকেটারদের সমস্যায় পড়তে দেখলে কখনোই মুখ বুজে থাকতে পারেননি কপিল দেব, সর্বদা বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। কপিল অ্যান্ড কোং পাশে দাঁড়িয়েছে, আর্থিক সাহায্য করেছে। এরকমই একটি উদাহরণ হল, প্রাক্তন ব্যাটসম্যান এবং কোচ অংশুমান গায়কোয়াড়ের ক্যান্সার ধরা পড়লে তাকে সমস্ত দিক থেকে আর্থিক ও মানসিক শক্তি যুগিয়েছিলেন ৮৩-এর বিশ্বকাপজয়ী দলের সদস্যরা। কাম্বলির পাশেও দাঁড়াবে এই দল। কিন্তু এই সিদ্ধান্তে আদৌ কি কোন লাভ হবে? বিনোদ কাম্বলি(Vinod Kambli)যদি রিহ্যাবে জানো তাও তিনি সুস্থ হতে পারবেন না, এমনটাই মনে করেন প্রাক্তন ফার্স্ট ক্লাস আম্পায়ার এবং কাম্বলি ঘনিষ্ঠ মার্কাস কুটো। সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “কাম্বলির অবস্থা গুরুতর। একাধিক স্বাস্থ্য সমস্যা রয়েছে। তাই তাকে এই সময় রিহ্যাবে পাঠানো সঠিক সিদ্ধান্ত নয়।

কুটো এইসব প্রশ্নেরও সঠিক উত্তর দিয়েছেন। তিনি বলছেন, কাম্বলিকে ১৪ বার রিহ্যাবে পাঠানো হয়েছে। মোট তিনবার উদ্যোগ নিয়ে তাকে ভাসাইয়ের একটি রিহ্যাবে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার অবস্থার পুরোপুরি কোন পরিবর্তন হয়নি। দেশের জার্সিতে ১৭টি টেস্ট এবং ১০৪টি ওয়ান ডে খেলেছেন কাম্বলি। টেস্টে ১,০৮৪ এবং ওয়ানডেতে ২,৪৭৭ রান করেছেন। এছাড়াও তার রয়েছে দুটি ডবল সেঞ্চুরির ইতিহাস। নিজের প্রতিভাকে কদর করেননি তিনি। নিজের (Vinod Kambli)বদ অভ্যাসের জন্যই আজকে তার এই পরিস্থিতি।

Advertisements