নিজস্ব প্রতিবেদন : নতুন মাস শুরু হওয়ার পাশাপাশি এপ্রিল মাস শুরু হওয়া মানেই নতুন অর্থবর্ষ শুরু হওয়া। প্রতি নতুন মাসের শুরুতেই যেমন বেশ কিছু নিয়মের পরিবর্তন ঘটে থাকে, ঠিক সেই রকমই এপ্রিল মাসের শুরুতে একাধিক নিয়মে পরিবর্তন ঘটল।
১) নতুন অর্থবর্ষে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করার ক্ষেত্রে ১% টিডিএস লাগু হলো।
২) সেবির নতুন সার্কুলার অনুযায়ী NSDL এবং CDSL-কে নাম, ঠিকানা, প্যান, বৈধ মোবাইল নম্বর, ই-মেইল আইডি এবং আয়ের পরিসীমা, এই ছয়টি KYC ধারা নিশ্চিত করতে হবে। যেসকল ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট রয়েছে সেগুলিতে এগুলি আপডেট করতে হবে।
৩) আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম অনুসারে একবার রিটার্ন করা ফাইল আপডেট করার সুযোগ মিলবে। আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কোন ভুল ত্রুটি থাকলে এই সুযোগ পাওয়া যাবে। মূল্যায়ন বছরের দু’বছরের মধ্যে আপডেটেড রিটার্ন ফাইল জমা করা যাবে।
৪) পোস্ট অফিসে টাকা MIS/SCSS/TD সহজ স্বল্প সঞ্চয় প্রকল্পের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট/পোস্ট অফিস অ্যাকাউন্টের লিঙ্ক করাতে হবে। কারণ এবার থেকে এই সকল স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে সুদের পরিমাণ লিঙ্ক করানো অ্যাকাউন্টে প্রদান করা হবে।
৫) করোনা চিকিৎসা করানোর জন্য কোন ব্যক্তি টাকা নিলে সেই টাকা করমুক্ত হবে বলে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি করোনা আক্রান্ত কোন ব্যক্তি প্রয়াত হওয়ার পর তার পরিবার যদি কোন টাকা পেয়ে থাকেন তাহলে সেই টাকাও করমুক্ত হবে। তবে এই করমুক্ত হওয়ার উর্ধ্বসীমা ১০ লক্ষ টাকা।
৬) ইপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে ১ এপ্রিল থেকে নতুন কিছু নিয়ম কার্যকর করল কেন্দ্র। নতুন নিয়ম অনুসারে আড়াই লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত অবদানের ক্যাপ লাগু করা হবে। এর উপরে রাখা টাকার উপর যে সুদ পাওয়া যাবে সেক্ষেত্রে কর ধার্য করা হবে। অন্যদিকে জিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে কর ছাড়ের উর্ধ্বসীমা করা হয়েছে ৫ লক্ষ টাকা।