নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের শুরুর প্রথম দিনেই গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের নতুন দাম ধার্য করা হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই এই দামেই সারা মাস গ্রাহকদের গ্যাস সিলিন্ডার কিনতে হয়, তবে কোন কোন মাসে মাসের মাঝেও দাম পরিবর্তন করা হয়ে থাকে। গ্যাস সিলিন্ডারের এই দাম নিয়ে আগস্ট মাস শুরু হতেই গ্রাহকদের মধ্যে কৌতূহল দাম বাড়লো না কমলো?
আগস্ট মাসের প্রথম দিন রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে যে দাম প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত রান্নার গ্যাস সিলিন্ডারের সিলিন্ডার প্রতি দামের কোন পরিবর্তন করা হয়নি। অর্থাৎ গ্রাহকদের জুলাই মাসে যে দামে গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে আগস্ট মাসের এক তারিখের নির্ধারিত দাম অনুযায়ী সেই দামে কিনতে হবে। তবে মাঝে কোন দাম পরিবর্তন করা হবে কিনা তা এখনো জানা যায়নি।
আপনার এলাকায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম
বাঁকুড়া : ৮৭৩ টাকা, বীরভূম : ৮৮৪ টাকা, আলিপুরদুয়ার : ৮৮৮ টাকা, কোচবিহার : ৯৩৩ টাকা, দক্ষিণ দিনাজপুর : ৯৩৩ টাকা, দার্জিলিংয় : ৮৮৮ টাকা, হুগলি : ৮৮৪ টাকা, হাওড়া : ৮৬২.৫০ টাকা, জলপাইগুড়ি : ৮৮৮ টাকা, ঝাড়গ্রাম : ৮৫৩.৫০ টাকা, কালিম্পং : ৯৯০.৫০ টাকা, কলকাতা : ৮৬১ টাকা, মালদা : ৯৩২ টাকা, মুর্শিদাবাদ : ৮৭৮.৫০ টাকা, নদীয়া : ৮৬১.৫০ টাকা, উত্তর ২৪ পরগনা : ৮৬১ টাকা।
পশ্চিম বর্ধমান : ৮৭৪.৫০ টাকা, পশ্চিম মেদিনীপুর : ৮৫৩.৫০ টাকা, পূর্ব বর্ধমান : ৮৭৪.৫০ টাকা, পুরুলিয়া : ৮৯০ টাকা, দক্ষিণ ২৪ পরগনা : ৮৬১ টাকা, উত্তর দিনাজপুর : ৯৩৩ টাকা, পূর্ব মেদিনীপুর : ৮৩৭ টাকা।