আসানসোলে চালু হলো ভারতের প্রথম রেল রেস্টুরেন্ট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেল রেস্টুরেন্ট, রেলের অভিনব বন্দোবস্ত। ভারতে প্রথম এমন রেস্টুরেন্ট চালু করলো রেল, তাও আবার এই বাংলার আসানসোলে। ভারতের প্রথম রেল রেস্টুরেন্টের উদ্বোধন করলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ‘Restaurant on Wheels’ নামে এই রেস্টুরেন্টের উদ্বোধন হয়ে গেল গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ।

Advertisements

Advertisements

আর এই রেষ্টুরেন্টের উদ্বোধনের পর এবার থেকে আসানসোলে রেলের কামরার রেস্টুরেন্টে বসে নানান ধরনের চায়ের আস্বাদন পাবেন বাঙালিরা, এছাড়াও রয়েছে মধ্যাহ্নভোজন থেকে সমস্ত কিছুর বন্দোবস্ত। বর্তমানে কোচগুলির মধ্যে একটিতে চা ও স্ন্যাকস পাওয়া যাবে বলে জানা গিয়েছে। অন্যটি উন্নতমানের ৪২ আসন বিশিষ্ট রেস্তোঁরা রূপে আত্মপ্রকাশ করবে। এই রেস্তোঁরা থেকে মধ্যাহ্নভোজন থেকে শুরু করে রাতের খাবার সবই পাবেন যাত্রীরা। আসানসোল রেল ডিভিশনের দেওয়া এরকম একটা উপহার পেয়ে খুশি শহরবাসীরা।

Advertisements

দুটি জড়াজীর্ণ মেমু কোচকে সারাই করে নতুন রূপদানের পরেই এই রেস্তোরার আত্মপ্রকাশ সম্ভব হয়েছে। এই প্রকল্প থেকে আগামী ৫ বছরে রেলের নিজস্ব আয় ছাড়াও আরও ৫০ লক্ষ টাকা বাড়তি আয়েরও সম্ভাবনা রয়েছে। জরাজীর্ণ ওই দুটি কামরাকে সুসজ্জিত করে এই এসি ও নন এসি রেস্টুরেন্ট করা হয়েছে। পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে তিলোত্তমা বাষ্পচালিত ইঞ্জিনটি। রেস্টুরেন্টটিকে এমনভাবে সাজানো হয়েছে, যাতে করে বাইরে থেকে দেখলে মনে হবে ট্রেন। আর ভিতর থেকে দেখে মনে হবে থ্রি স্টার হোটেলের ফুড কমপ্লেক্স।

জানা গিয়েছে, ১৯৯৪ সালের ১১ জুলাই আসানসোল বর্ধমান মেমু প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা শুরু হয়েছিল। ২৫ বছরের পুরাতন ওই ট্রেনের বগিগুলিকে আর ট্রাকে ছোটানোর মত অবস্থায় নেই। এর পরেই ওই ট্রেনের দুটি বগিকে রেস্টুরেন্ট করার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

Advertisements