1st Vande Bharat Sleeper: মোটামুটি কনফার্ম! দেশের এই রুটে চলতে পারে প্রথম বন্দে ভারত স্লিপার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশীয় প্রযুক্তির বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) হল ভারতীয় রেলের (Indian Railways) যুগান্তকারী উদ্ভাবন। ভারতীয় রেলের তরফ থেকে এখনো পর্যন্ত দেশকে ৫১ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উপহার দেওয়া হয়েছে। আগামী দিনে এই সংখ্যা আরও কয়েকগুণ বৃদ্ধি করার সংকল্প রয়েছে রেলের, এর পাশাপাশি বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) নামানো হবে বলেও জানানো হয়েছে।

Advertisements

মূলত এখন যে সকল রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে তার থেকে বেশি দূরত্বের রুটগুলিতে বন্দে ভারত স্লিপার চালানো হবে। বন্দে ভারত স্লিপার ট্রেনের সুবিধা সম্পর্কে অধিকাংশ মানুষেরাই এখন জেনে গিয়েছেন। যে ট্রেনে চেয়ারকারের পরিবর্তে থাকবে স্লিপার বার্থ, যাতে করে যাত্রীরা রাত্রিকালীন ঘুমাতে ঘুমাতে সফর করতে পারেন।

Advertisements

গত কয়েক মাস ধরেই বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে আমজনতার মধ্যে কৌতুহল বেড়েই চলেছে। শুধু আমজনতার মধ্যে নয়, পাশাপাশি রেলের তরফ থেকেও বিভিন্ন সময় বন্দে ভারত স্লিপার সম্পর্কে নানান আকর্ষণীয় তথ্য আনা হচ্ছে। এমনকি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও মাঝে মাঝেই বন্দে ভারত স্লিপার ট্রেনের নানান ফিচার সাধারণ মানুষদের সামনে তুলে ধরছেন। তবে প্রশ্ন হল দেশের কোন রুটে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (1st Vande Bharat Sleeper) চলাচল করবে এবং কবে থেকে তা চালু হবে?

Advertisements

আরও পড়ুন ? 12 coaches Local Train: আর কতদিন বাদুর ঝোলা, কবে থেকে ১২ কোচের লোকাল ট্রেন চলবে শিয়ালদায়! জানিয়ে দিল রেল

দেশের কোন রুটে প্রথম বন্দে ভারত স্লিপার যাতায়াত করবে এবং কবে থেকে তা চালু হবে সেই সম্পর্কের রেলের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো না হলেও সূত্র মারফত নানান খবর পাওয়া যাচ্ছে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের নম্বর এবং রুট ইতিমধ্যেই মোটামুটি ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। তবে যে খবর পাওয়া যাচ্ছে তাতে প্রথম বন্দে ভারত স্লিপার পাবে না বাংলা।

সূত্র মারফৎ যা খবর পাওয়া যাচ্ছে তাতে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হতে পারে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং আগ্রার মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার চলাচল করতে পারে। ট্রেনটি লখনউ, এশবাগ, কানপুরের ওপর দিয়ে যাতায়াত করবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি এই রুটের আপ ও ডাউন ট্রেনের নম্বর কি হতে পারে তা সম্পর্কেও নানান খবর থেকে যা জানা গিয়েছে তা হলো ২২৫৮৩ এবং ২২৫৮৪। এখন দেখার বিষয় এই সকল সূত্রের দাবি কতটা বাস্তবায়িত হচ্ছে।

Advertisements