চলতি সপ্তাহেই এই দুই দিন ব্যাঙ্ক ধর্মঘট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে চলতি সপ্তাহেই পরপর দু’দিন ধর্মঘটের পথে হাঁটছে ব্যাঙ্ক কর্মীরা। ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়নের তরফ থেকে এই ধর্মঘট ডাকা হয়েছে। এই ধর্মঘটের কারণে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হবে তা অনস্বীকার্য।

Advertisements

কেন্দ্র সরকার দুটি পাবলিক সেক্টর ব্যাঙ্ক বেসরকারিকরণ করার জন্য একটি বিল আনতে চলেছে। সরকারের এমন পরিকল্পনার মাঝেই মঙ্গলবার অর্থনীতিবিদদের একটি দল এই পরিকল্পনার বিরুদ্ধে মত প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, “এই পরিকল্পনা সঞ্চয়কারীদের আমানত কম সুরক্ষিত করে তুলবে। পাবলিক সেক্টর ব্যাঙ্কের বেসরকারিকরণের কারণে আমানতের সর্বভৌম গ্যারান্টি আর থাকবে না।”

Advertisements

এমনটা জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তত্ত্বাবধানে থাকা অর্থনীতিবীদ ডঃ প্রসেনজিৎ বোস, ডঃ রোহিত আজাদ, ডঃ দীপা সিনহা, ডঃ ইন্দ্রনীল চৌধুরী এবং ডঃ জিকো দাশগুপ্তকে নিয়ে গড়া একটি দল। তাদের মতে এই বেসরকারীকরণের অর্থ হল ব্যাঙ্কগুলিকে বেসরকারি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া।

Advertisements

এরই প্রতিবাদে আগামী ১৬ এবং ১৭ ডিসেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে নয়টি ব্যাঙ্ক সংগঠনের সম্মিলিত মঞ্চ দ্য ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। এখনো পর্যন্ত এই ইউনিয়নের তরফ থেকে ধর্মঘট প্রত্যাহার নিয়ে কোনোরকম বিবৃতি দেওয়া হয়নি। যে কারণে মনে করা হচ্ছে এই দু’দিন বয়নক ধর্মঘট হবেই। সপ্তাহের শেষে টানা দুই দিন ধর্মঘটের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকার যে আশঙ্কা দেখা দিয়েছে তাতে গ্রাহকদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন দুটি ব্যাঙ্ক বেসরকারিকরণ করা হবে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্র সরকার নতুন বিল আনার জন্য তৎপরতা শুরু করেছে। অন্যদিকে এই বিল আনার যখন তৎপরতা শুরু হয়েছে সেই সময় ব্যাঙ্ক কর্মীরাও নিজেদের আন্দোলনকে আরও জোরদার করার পথে হাঁটছেন।

Advertisements