সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ কুইন্টাল গাঁজা, গ্রেপ্তার ১

লাল্টু ও হিমাদ্রি মণ্ডল : পোল্ট্রি ফার্মে সুড়ঙ্গ তৈরি করে রাখা হয়েছিল ২ কুইন্টাল গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে সেই জায়গায় পুলিশ হানা দিলে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। অনুমান করা হচ্ছে এই উদ্ধার হওয়া গাঁজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত কচুজোড় গ্রামে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে এই জায়গায় হানা দেয় এবং তখনই উদ্ধার করা হয় এই গাঁজা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন প্রদীপ গড়াই।

বিপুল পরিমাণ এই গাঁজা উদ্ধার হওয়ার ঘটনায় বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানিয়েছেন, “বাইরে থেকে এই গাঁজা নিয়ে আসা হতো। তারপর তা ওই পোল্ট্রি ফার্মের সুড়ঙ্গের মধ্যে মজুত করে রেখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হতো। গোপন সূত্রে খবর পাওয়ার পর ডিএসপি ডিএনটি, সিআই সিউড়ি এবং সদাইপুর থানার ওসির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এর পরেই পুলিশ এই সাফল্য অর্জন করে।”

তবে এই গাঁজা কোথায় থেকে আনা হতো, কোথায় তা নিয়ে যাওয়া হতো সবই তদন্ত করার পরেই জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ইতিমধ্যেই ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। বীরভূম পুলিশের এই সাফল্য উল্লেখযোগ্য বলেই মনে করছেন জেলার বাসিন্দারা।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বীরভূমের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বীরভূম জেলা পুলিশ এমন একাধিক মাদক কাণ্ডে বড় বড় সাফল্য অর্জন করেছে। গত আগস্ট এবং নভেম্বর মাসে পরপর অভিযান চালিয়ে দুবরাজপুর থানার পুলিশ কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করে। এই সকল ঘটনায় গ্রেপ্তার হয় বেশ কয়েকজন। এছাড়াও ২৬ নভেম্বর খয়রাশোলের বড়কুড়ি গ্রামে এক গাঁজা ব্যবসায়ীর বাড়িতে মাঝ রাতে বিশেষ অভিযান চালিয়ে বীরভূম সিআইডি ৩ কুইন্টাল ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এর পর ফের বুধবার রাতে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার বীরভূম পুলিশের কাছে বড় সাফল্য।