নিজস্ব প্রতিবেদন : অজস্র আশার আলো নিয়ে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলেও দু’বছরও তিনি কাটানোর সুযোগ পেলেন না। মাত্র ২০ মাস বয়সে তাকে চলে যেতে হলো। কিন্তু ২০ মাস বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেও নজির সৃষ্টি করে গেলেন খুদে এই মেয়েটি। জীবন দান করে গেলেন পাঁচ পাঁচজনকে।
মাত্র ২০ মাস বয়সে ‘ব্রেন ডেথ’ হয়ে ভিন জগতে পাড়ি দেওয়া দিল্লির ধনিষ্ঠা এই অল্প বয়সেই অঙ্গ দানের মধ্য দিয়ে পাঁচজন মুমূর্ষ রোগীর মুখে হাসি ফোটালেন। আর সন্তানহারা অভিভাবকদের এমন সিদ্ধান্তে গর্বিত হাসপাতালের চিকিৎসক থেকে নাগরিকরা। ধনিষ্ঠার অভিভাবকদের প্রতি চির কৃতজ্ঞ হয়ে থাকলেন ওই পাঁচ রোগীর আত্মীয়রা।
জানা গিয়েছে, গত ৮ই জানুয়ারি দিল্লির রোহিণী অঞ্চলের ২০ মাসের খুদে ধনিষ্ঠা শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন। কিন্তু জীবনের লড়াইয়ে ১১ জানুয়ারি তিনি হার মানেন। চিকিৎসকেরা ধনিষ্ঠাকে মৃত ঘোষণা করলে শোকে বিহ্বল হয়ে পড়েন বাবা-মা। তবে এর মধ্যেও তারা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কথা ভুলে যাননি। নিজের মৃত কন্যার অঙ্গ অন্যদের দান করার সিদ্ধান্ত নেন। যার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করে ধনিষ্ঠার হৃৎপিণ্ড, যকৃত, দুটি কিডনি ও কর্নিয়া সফলভাবে প্রতিস্থাপিত হয়েছে পাঁচজনের শরীরে।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, ধনিষ্ঠার বাকি অঙ্গগুলিও বেশ ভালো অবস্থায় রয়েছে। সেগুলিকেও প্রতিস্থাপন করা যায় কিনা তা নিয়ে হাসপাতালের চিকিৎসকেরা প্রচেষ্টা চালাচ্ছেন।
ধনিষ্ঠার বাবা আশীষ কুমার ও মা ববিতা জানিয়েছেন, “হাসপাতালে থাকার সময় বহু অসহায় রোগীকে হন্যে হয়ে ঘুরতে দেখা গিয়েছে অঙ্গ প্রতিস্থাপনের জন্য। আর এসব দেখেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মেয়ে চলে গেছে ঠিকই কিন্তু সে এই ভাবেই বেঁচে থাকবে অন্যান্যদের মধ্যে।”