Bengal Business Summit: কলকাতায় বাণিজ্য সম্মেলনে যোগ দিতে হাজির ২০০ বিদেশী প্রতিনিধি, জানুন বিস্তারিত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bengal Business Summit: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শীঘ্রই শুরু হতে চলেছে তিলোত্তমানগরীতে। বাণিজ্য সম্মেলনের আগেই রীতিমতো তারকার মেলা দেখা গেল চা চক্রে। এমনকি এখানে সামিল হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য সম্পর্কে আগ্রহ শুধুমাত্র সীমিত নেই দেশের মধ্যে তা ছড়িয়ে গেছে বিদেশেও। সেটারই স্পষ্ট উদাহরণ তুলে ধরা হলো ইকো পার্কের গ্লাস হাউসে। অন্যদিকে সবথেকে বড় খবর হলো, বাণিজ্য সভায় যোগ দিতে কলকাতায় আসছেন দুশোর বেশি বিদেশি প্রতিনিধি।

Advertisements

পার্টনার দেশের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২০। বর্তমানে পশ্চিমবঙ্গে লগ্নি করতে ইচ্ছুক মোট ৪০টি দেশ। সেই দেশগুলোর মধ্যে ২৫ জন রাষ্ট্রদূত এই দিন উপস্থিত থাকবেন কলকাতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নিউটাউনে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাণিজ্য সম্মেলনের (Bengal Business Summit) উদ্বোধনের আগে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন বঙ্গে ও লগ্নিকরতে ইচ্ছুক বিদেশের একাধিক দেশ। মহামারীর সময়ের কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠে বিদেশি লগ্নিকারীদের গন্তব্য হয়ে উঠেছে এই রাজ্য। বঙ্গে লগ্নিকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে তৃপ্ত হয়েছেন মুখ্যমন্ত্রী। এক বছর পর বিধানসভা নির্বাচন। নির্বাচনের হাতিয়ার হিসাবে তিনি ব্যবহার করবেন এই সম্মেলনের সাফল্যকে। তিনি বর্তমানে খুবই খুশি যে এত দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়েছে। বাংলায় আয়োজিত এই বড় সম্মেলনে স্বাগত জানানো হচ্ছে সকলকে।অক্টোবরে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে বাণিজ্য সম্মেলনে আসার ঘোষণা করেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী সেরিন টবগে।

Advertisements

সূত্র জানা যাচ্ছে যে, মঙ্গলবার পর্যন্ত দিল্লির ‘ক্লিয়ারেন্স’ আসেনি। দিল্লির এহেন আচরণে খুশি নন মুখ্যমন্ত্রী কিন্তু প্রকাশ্যে তিনি কিছুই বলেননি। যদিও ব্যাপারটি নিয়ে তিনি এই মুহূর্তে মুখ খুলতে নারাজ। বাংলার প্রতিবেশী দেশের সঙ্গে যাতে সম্পর্ক আরো মধুর হয় সেই চেষ্টাই করা হচ্ছে। এই মুহূর্তে সবথেকে চমকপ্রদ খবর হলো মমতার ডাকে বুধবার সকালেই আসছেন দেশের পয়লা নম্বর শিল্পকর্তা মুকেশ আম্বানি। এছাড়াও এই সম্মেলনে উপস্থিত থাকবেন সজ্জন জিন্দাল। এমনকি চা-চক্রে হাজির ছিলেন রাজ্য তথা দেশের নামী শিল্পমহল। সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, তরুণ ঝুনঝুনওয়ালা, সঞ্জয় বুধিয়া, সঞ্জীব পুরী, প্রসূন মুখোপাধ্যায়, রুদ্র চট্টোপাধায়, রমেশ মিত্তাল, উমেশ চৌধুরীদের মত বিভিন্ন দূতাবাসের কনসালরা।

Advertisements

আরও পড়ুন: বাংলার শিল্প উন্নয়নে বড় ঘোষণা জিন্দলদের, কি কি মেগা প্ল্যান জানালেন বাণিজ্য সম্মেলনে?

এই সম্মেলনে (Bengal Business Summit) উপস্থিত থাকবে আফ্রিকা, যা সত্যিই এই সম্মেলনের পক্ষে গুরুত্বপূর্ণ। কেনিয়া কঙ্গো থেকে এসেছেন প্রতিনিধিরা। জার্মানি, জাপান থেকে আসছে শিল্পমহল। পাশাপাশি আমন্ত্রিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, শশী পাঁজা ও প্রাক্তন সাংসদ ও সাংবাদিক কুণাল ঘোষ। মূল কর্মসূচি কনভেনশন সেন্টারে। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে হবে প্রদর্শনী।

জাতীয় কর্মসমিতি ও বাণিজ্য সম্মেলনে (Bengal Business Summit) অংশ নিতে সিআইআই-এর ও ফিকির ১২০ জন শিল্পকর্তা কলকাতায় আসছেন। এছাড়াও বাংলায় আসতে চলেছে টাটা, রিলায়েন্স, আইটিসি ছাড়াও জ্যোতি ল্যাব, সানমার গ্রুপ, ভিসুভিয়াস গ্রুপের মতো একাধিক জনপ্রিয় সংস্থা। ব্যস্ত অবস্থায় দেখা গেল অমিত মিত্রকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেরে নিলেন শেষ মুহূর্তের আলাপ আলোচনা। একদিকে যেমন রয়েছে কেন্দ্রীয় বঞ্চনা, অন্যদিকে আবার হেনস্থা হতে হচ্ছে বাম আমলের দেনার জন্য। তবে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে এই দুই গুরুত্বপূর্ণ সমস্যা সামলেও শিল্পায়নের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। বিশেষ করে ক্ষুদ্রশিল্পে বাংলা এক নম্বর। এই বাণিজ্য সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হলো কর্মসংস্থান। বাণিজ্য সম্মেলন থেকে সেই ফায়দা নিতে চান তিনি।

Advertisements