১লা জুন থেকে মাধ্যমিক, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কবে হবে মাধ্যমিক পরীক্ষা! করোনাকালে দীর্ঘদিন ধরেই এই জল্পনা চলছিল মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে। অবশেষে সেই প্রতিক্ষার অবসান ঘটিয়ে শনিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হলো। সূচি অনুযায়ী পয়লা জুন থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের লিখিত পরীক্ষা চলবে ১০ জুন পর্যন্ত।

Advertisements

চলতি সপ্তাহেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন অন্যান্য বছরের মতো নির্ধারিত ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। পরীক্ষা পেছানোর বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তরফ থেকেও নির্দেশিকা জারি করা হয়। মূলত করোনাকালে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় সিলেবাস এবং পড়াশোনা নিয়ে চরম অসুবিধার সম্মুখীন পড়ুয়ারা। আর তারই পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় জানান জুন মাসে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে এমনটাই।

Advertisements

Advertisements

মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা হবে ১লা জুন, দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে ২রা জুন। ৩ তারিখ রয়েছে ভূগোল, ৫ তারিখ রয়েছে ইতিহাস, ৭ তারিখ রয়েছে গণিত। জীবনবিজ্ঞান ও ভৌত বিজ্ঞান রয়েছে যথাক্রমে ৮ ও ৯ তারিখ। ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে ১০ তারিখ। পরীক্ষা শুরু হবে ১১:৪৫ থেকে এবং প্রশ্নপত্র দেওয়া হবে ১৫ মিনিট আগে।

Advertisements