লেডিস স্পেশাল সহ ২০৬টি লোকাল ট্রেন বাড়ালো ভারতীয় রেল

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : শিয়ালদা ডিভিশনে সোমবার থেকেই একধাক্কায় বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা। নতুন করে ২০৬টি লোকাল ট্রেন বাড়ানোর পাশাপাশি লেডিস স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে রেল দপ্তর সূত্রে। অর্থাৎ আজ থেকে শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখাই লোকাল ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬০। পাশাপাশি চালু হলো ১২টি লেডিস স্পেশাল লোকাল ট্রেন।

নভেম্বর মাসের ১১ তারিখ থেকে রাজ্যে পুনরায় লোকাল ট্রেন পরিষেবা চালু করার পর ধাপে ধাপে বিভিন্ন ডিভিশনে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। এর পাশাপাশি যেসকল ডিভিশনে ট্রেন চলাচল বন্ধ ছিল সেগুলিও পুনরায় চালু করার পথে হাঁটতে দেখা যায় ভারতীয় রেলকে। ভিড় সামলাতে এযাবত অফিস টাইমে ১০০% ট্রেন চলাচল করলেও দুপুর এবং রাতের টাইম টেবিল থেকে অনেক ট্রেনই বাদছিল। আর এবার সেই সকল ফাঁকফোকর পূরণ করার পথে হাঁটছে রেল দপ্তর।

শিয়ালদা ডিভিশনের ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে লালগোলা, কৃষ্ণনগর, রানাঘাট, ব্যারাকপুর, নৈহাটি, বনগাঁ, বারাসত, হাসনাবাদ সহ প্রতিটি উত্তরের শাখায়। ঠিক একইভাবে দক্ষিণের শাখায় ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ক্যানিং, সোনারপুর, বজবজ সহ অন্যান্য রুটে বাড়ছে ট্রেনের সংখ্যা। পাশাপাশি লেডিস স্পেশাল ট্রেনগুলিও আগের টাইম টেবিল অনুযায়ী চলবে বলে জানা গিয়েছে।

ওয়াকিবহাল মহলের মত, রাজ্যের ট্রেন চলাচল শুরু হওয়ার পর সকলের মধ্যেই একটা আশঙ্কা ছিল সংক্রমণ বৃদ্ধি নিয়ে। তবে দেখা গিয়েছে পুনরায় ট্রেন পরিষেবা চালু হওয়ার ৪০ দিন পেরিয়ে গেলেও সেইভাবে সংক্রমণ বৃদ্ধি হয়নি। বরং পরিস্থিতি জটিল না হয় সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। আর এই পরিস্থিতি বিবেচনা করেই রেলের তরফ থেকে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।