২০ ও ২১ লকডাউন, দেখে নিন বিধিনিষেধের তালিকা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ঠেকাতে রাজ্য সরকারের তরফ থেকে গোটা রাজ্যে জুলাই মাসে সপ্তাহে দুদিন করে পূর্ণ লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো রাজ্য সরকারের তরফ থেকে ঠিক করে দেওয়া দিনগুলিতে লকডাউন জারি করা হচ্ছে। আর এই সাপ্তাহিক লকডাউন হয়েছে আগামীকাল ও পরশু অর্থাৎ ২০ ও ২১ শে আগস্ট।

Advertisements

Advertisements

আগস্ট মাসে কোন কোন দিন লকডাউন হবে তা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বারংবার দিন পরিবর্তন করা হয়। মোট পাঁচবার রাজ্য সরকারের তরফ থেকে দিনক্ষণ ঘোষণা করা হয়। আর শেষ ঘোষণা অনুযায়ী যেদিনগুলিকে লকডাউন হিসাবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল ৫, ৮, ২০, ২১, ২৭ ও ৩১ তারিখ। ইতিমধ্যেই ৫ ও ৮ তারিখের লকডাউন হয়েছে আর আগামী দিনে বাকি রয়েছে ২০, ২১, ২৭ ও ৩১ তারিখ। এই লকডাউন চলাকালীন রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই সকল বিধিনিষেধের তালিকা।

Advertisements

লকডাউনের সময়সীমায় কেবলমাত্র যে সকল ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে

এই লকডাউন চলাকালীন স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত রকম পরিষেবা খোলা থাকবে। স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে এবং যানবাহনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা রয়েছে। এছাড়াও কোন রোগীকে নিয়ে যাওয়া আসা ক্ষেত্রেও যানবাহন চালানোর অনুমতি রয়েছে।

ওষুধের দোকান, মেডি পরিষেবা, আদালত, দমকলবাহিনীর পরিষেবা, আপাতকালীন পরিষেবা, কারেকশনাল সার্ভিস, থানা, বিদ্যুৎ পরিষেবা, জল-সরবরাহ ইত্যাদি জরুরী পরিষেবাগুলির ক্ষেত্রে লকডাউন চলাকালীন কোন বিধি-নিষেধ থাকবে না।

প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে।

ই-কমার্স পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে।

রান্না করা খাবার হোম ডেলিভারি দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে পণ্য সরবরাহের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

বাকি সমস্ত কিছু যেমন মুদিখানার দোকান, হাট-বাজার, গণপরিবহন ইত্যাদি সমস্ত কিছুর ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

Advertisements