নিজস্ব প্রতিবেদন : যে সকল ট্রেনের উপর ভরসা করে প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ যাতায়াত করেন সেই সকল ট্রেনের মধ্যে লোকাল ট্রেন (Local Train) অন্যতম। লোকাল ট্রেন কম দূরত্বের পথ অতিক্রম করলেও প্রতিদিন লোকাল ট্রেনের ওপর ভর করেই বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা অফিস কাছারি, স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গা যাতায়াত করে থাকেন। যে কারণে লোকাল ট্রেন বাতিল হলে প্রচুর মানুষ সমস্যায় পড়েন।
এমনিতে রেলের (Indian Railways) তরফ থেকে ইচ্ছাকৃতভাবে কোন সময় মানুষের অসুবিধা তৈরির জন্য ট্রেন বাতিল রাখে না। তবে কোন কোন সময় অবাঞ্ছিত কারণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের কাজ চালানোর জন্য ট্রাফিক ব্লক করতে হয়। আর এর ফলেই বহু সময় বহু সংখ্যক ট্রেন বাতিল অথবা সংক্ষিপ্ত যাত্রা বা রুট পরিবর্তন করে চালানো হয়ে থাকে। ঠিক সেইরকমই রক্ষণাবেক্ষণের কারণে টানা ২০ দিন শিয়ালদা ডিভিশনের ২১টি লোকাল ট্রেন (Local Train Cancelled) বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে।
শিয়ালদা ডিভিশনের দমদম জংশনের ৫ নম্বর প্লাটফর্মে কাজ চলার জন্য ২০ দিন ধরে মোট ৪৮০ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকবে। আগামী ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত চলবে এই ট্রাফিক ব্লক। আর এরই ফলে ২১টি লোকাল ট্রেন বাতিল রাখার পাশাপাশি ৮টি লোকাল ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। ওই ২০ দিন এত সংখ্যক ট্রেন বাতিল এবং সংক্ষিপ্ত যাত্রার ফলে স্বাভাবিকভাবেই সাধারণ যাত্রীদের কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে।
১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত যে সকল লোকাল ট্রেন বাতিল থাকবে সেগুলি হল ৩০৩৫১ ও ৩০৩১৩ মাঝেরহাট থেকে বারাসত, ৩৩৩১১ বারাসত থেকে হাসনাবাদ, ৩০৩২২ হাসনাবাদ থেকে বিবাদী বাগ, ৩০১৪৫ মাঝেরহাট থেকে মধ্যমগ্রাম, ৩০৩৫৮ মধ্যমগ্রাম থেকে মাঝেরহাট, ৩০৩৬১ মাঝেরহাট থেকে হাসনাবাদ, ৩৩২৮২ হাসনাবাদ থেকে দমদম জংশন, ৩৩২৩১ দমদম জংশন থেকে ব্যারাকপুর, ৩৩২৩২ ব্যারাকপুর থেকে দমদম জংশন, ৩৩২৭১ দমদম জংশন থেকে গোবরডাঙা, ৩৩৬৮৬ গোবরডাঙা থেকে শিয়ালদা, ৩০৩৩৩ মাঝেরহাট থেকে হাবড়া, ৩০৩৩২ হাবড়া থেকে মাঝেরহাট, ৩০৩৫৩ মাঝেরহাট থেকে দত্তপুকুর, ৩০৩১৪ দত্তপুকুর থেকে মাঝেরহাট, ৩৩৪৫৩ শিয়ালদা থেকে বারাসত, ৩১২২৩ শিয়ালদা থেকে ব্যারাকপুর, ৩০১১৬ ব্যারাকপুরথেকে বিবাদী বাগ, ৩০১১৩ বিবাদী বাগ থেকে ব্যারাকপুর, ৩১২৪২ ব্যারাকপুর থেকে শিয়ালদা, ৩০৩১২ বারাসত থেকে মাঝেরহাট।
অন্যদিকে যে সকল ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে সেই সকল ট্রেনগুলির নাম এবং সেগুলি কতদূর পর্যন্ত যাত্রা করবে চলুন দেখে নেওয়া যাক। ৩০৩৪৬ বনগাঁ জংশন থেকে মাঝেরহাট পর্যন্ত যাতায়াতকারী লোকাল ট্রেনটি দমদম ক্যান্টমেন্ট স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। ৩০৩৪৪ বনগাঁ জংশন থেকে মাঝেরহাট পর্যন্ত যাতায়াতকারী লোকাল ট্রেনটি ও ৩০৩২৪ হাসনাবাদ থেকে মাঝেরহাট পর্যন্ত যাতায়াতকারী লোকাল ট্রেনটি বারাসতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। ৩০১৪২ গেদে থেকে মাঝেরহাট পর্যন্ত যাতায়াতকারী লোকাল ট্রেনটি রানাঘাটে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর থেকে মাঝেরহাট পর্যন্ত যাতায়াতকারী লোকাল ট্রেনটি বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। ৩০৩৩১ মাঝেরহাট থেকে হাবড়া পর্যন্ত যাতায়াতকারী লোকাল ট্রেনটি বারাসত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। ৩০৩১১ মাঝেরহাট থেকে বারাসত পর্যন্ত যাতায়াতকারী লোকাল ট্রেনটি দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে। ৩০৩১৭ মাঝেরহাট থেকে দত্তপুকুর পর্যন্ত যাতায়াতকারী লোকাল ট্রেনটি বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং ওই রুট পরিবর্তন করে আপ কর্ড লাইনের উপর দিয়ে চলবে। রেলের তরফ থেকে এমন অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।