Kolkata Metro Sunday Passengers: তৃণমূলের ২১ জুলাইয়ে লালে লাল মেট্রো! একদিনে এত সংখ্যক যাত্রী চললেন ব্লু লাইনে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত ২১ জুলাই অর্থাৎ রবিবার কলকাতায় ছিল তৃণমূলের শহীদ স্মরণ। প্রতিবছর এই দিনটিতে রাজ্যের শাসকদল তৃণমূলের তরফ থেকে ধর্মতলায় শহীদ স্মরণে বিশাল সমাবেশের আয়োজন করে থাকে। দূর দূরান্ত থেকে ওই দিনটিতে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলায় ভিড় জমান। আর এই বিপুল সংখ্যক মানুষের আগমনে লালের লাল কলকাতা মেট্রো (Kolkata Metro Sunday Passengers)।

Advertisements

রবিবার ধর্মতলায় আয়োজিত শহীদ স্মরণ উপলক্ষে দূর দূরান্ত থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের মেট্রো পরিষেবায় ভিড় জমানোর পাশাপাশি কলকাতার সাধারণ বাসিন্দারাও অন্যান্য যানবাহনের যানজট ছেড়ে মেট্রোকেই বেছে নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে রবিবার কত সংখ্যক মানুষ মেট্রোই চড়েছেন তার হিসেব দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisements

রবিবার মূলত ছুটির দিন থাকার কারণে এমনিতেই মেট্রোই সাধারণ যাত্রীদের যাতায়াত কম থাকে। এসবের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহের রবিবার যে সংখ্যক মানুষ মেট্রো চড়েছিলেন তার থেকে রবিবার ব্লু লাইনে মেট্রো চড়া যাত্রীদের সংখ্যা ৮০ শতাংশ বেশি। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এমনই হিসেব দেওয়া হয়েছে। প্রেস বিবৃতিতে তাদের তরফ থেকে ২১ জুলাই দুপুর তিনটে পর্যন্ত ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যবহারের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Metro ticket: ট্রেনের মতোই মেট্রো টিকিট, আসছে বড় বদল, ৪ মাস আগেই করে নিন বুক

ধর্মতলায় এত বড় একটি রাজনৈতিক সভার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে আগেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যাতে করে সমাবেশে আসা কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ যাত্রী কারোর যেন কোন রকম অসুবিধা না হয়। এসবের পরিপ্রেক্ষিতেই রবিবার সকাল ন’টা থেকে ব্লু লাইনে মেট্রো পরিষেবা চালু করে দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। আর এর ফলাফল হাতেনাতে পেল মেট্রো।

মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে প্রেস বিবৃতিতে যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে সেই পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, ১৪ জুলাই রবিবার ব্লু লাইনের মেট্রো পরিষেবায় মোট যাত্রী সংখ্যা ছিল ১ লক্ষ ৭ হাজার। ২১ জুলাই রবিবার ব্লু লাইনে দুপুর তিনটে পর্যন্ত ওই যাত্রী সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ছিল ১ লক্ষ ৯২ হাজার। হিসেব অনুযায়ী ৮৫ হাজার বেশি যাত্রী গত রবিবার মেট্রো পরিষেবা ব্যবহার করেন। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এমন বিপুলসংখ্যক যাত্রীদের আগমন হবে এমনটা টের পেতেই বিভিন্ন স্টেশনে আলাদা করে একাধিক টিকিট কাউন্টার খোলা হয়। এছাড়াও এই বিপুল সংখ্যক যাত্রী মেট্রো ব্যবহার করে যাতায়াত করলেও কোনরকম অভাব অভিযোগ এখনো পর্যন্ত সামনে আসেনি। মেট্রো কর্মী ও আধিকারিকদের এমন সুষ্ঠু বন্দোবস্তের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

Advertisements