রবিবার ঘটতে চলেছে মহাজাগতিক দৃশ্য, বাংলার কোথায় কখন মিলবে সূর্যগ্রহণের দেখা

নিজস্ব প্রতিবেদন : নতুন দশক ২০২০তে ঘটে চলেছে একের পর এক ঘটনা। মহামারি, প্রকৃতির কোপ সবই যেন এসে পড়েছে এই বছরটির উপর। আর এসবের কারণে এই বছরটিই সবথেকে স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। এই বছরটি বহু প্রতিকূলতার পাশাপাশি নিয়ে এসেছে একের পর মহাজাগতিক ঘটনাকেও। আগামী ২১শে জুন নতুন করে আরও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছি আমরা। ওই দিনই ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ।

২১শে জুন দিনের আকাশে নেমে আসবে রাতের অন্ধকার। ওই দিন গ্রহণ শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিটে। বেশ কিছু জায়গা থেকে ১০টা ১৭ মিনিট নাগাদ পূর্ণ মাত্রায় গ্রহণ দেখা যাবে। ১২টা ১০ মিনিটে গ্রহণ যাবে সর্বোচ্চ সীমায় ও ৩টা ৪ মিনিটে শেষ হবে গ্রহণ। বিশেষজ্ঞরা বলছেন এমন গ্রহণ শেষ ঘটেছে ২০০৮ সালে। ২১ জুনের সূর্যগ্রহণ ২০২০ সালের অন্যতম তাক লাগানো মহাজাগতিক ঘটনা বলে বিবেচিত হতে পারে।

আগামী ২১ জুনের এই সূর্যগ্রহণের ৭০ শতাংশ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে খালি চোখে দেখা যাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, খালি চোখে গ্রহণ না দেখাই ভালো। গ্রহণের সময় রশ্মি তীব্র থাকায় হারাতে পারেন দৃষ্টিশক্তি। টেলিস্কোপ বা পেরিস্কোপে দেখলেও সরাসরি দেখতে বারণ করছে নাসা। এমনকি ঘষা কাঁচ বা সানগ্লাস দিয়েও না দেখাই ভালো। তবে গ্লাস বা ফিল্টার দিয়ে দেখা যেতে পারে।

বাংলায় কোথায় কখন এই গ্রহণ দেখা যাবে?

কলকাতায় এই গ্রহণ দেখা যাবে সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে দুপুর ২ টো ১৭ মিনিট পর্যন্ত।

বর্ধমানে এই গ্রহণ দেখা যাবে সকাল ১০ টা ৪৪ মিনিট থেকে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত।

মেদিনীপুরে দেখা যাবে সকাল ১০ টা ৪৩ মিনিট থেকে দুপুর ২ টো ১৪ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত।

মুর্শিদাবাদে দেখা যাবে সকাল ১০ টা ৪৭ মিনিট থেকে দুপুর ২ টো ১৭ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত।

বীরভূমে এই গ্রহণ দেখা যাবে সকাল ১০ টা ৪৩ মিনিট থেকে দুপুর ২ টো ১৫ মিনিট পর্যন্ত।

শিলিগুড়িতে দেখা যাবে সকাল ১০ টা ৪৭ মিনিট ৩ সেকেন্ড থেকে ২ টো ১৬ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত।

মালদাতে সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে ২ টো ১৭ মিনিট পর্যন্ত দেখা যাবে এই গ্রহণ।

রায়গঞ্জে সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত এই গ্রহণ দেখা যাবে।

কোচবিহারে দেখা যাবে সকাল ১০ টা ৫০ মিনিট ৫ সেকেন্ড থেকে দুপুর ২ টো ১৯ মিনিট ২ সেকেন্ড পর্যন্ত।

দার্জিলিংয়ে সকাল ১০ টা ৪৭ মিনিট ২ সেকেন্ড থেকে দুপুর ২ টো ১৬ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত দেখা যাবে।

আর সামান্য কয়েক মিনিটের তারতম্য অনুযায়ী রাজ্যের বাকি জেলাগুলিতেও এই গ্রহণ দেখা যাবে।