২২ ফুটের লক্ষ্মী প্রতিমা, আগে কোথাও দেখেছেন!

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এর আগে বাংলার মানুষ দেখেছেন বিশালাকৃতির দুর্গা প্রতিমা, কালী প্রতিমা। তবে বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা এর আগে দেখার সুযোগ হয়নি। বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুরের আদিরে পাড়ায় এবার এমনই বিশাল লক্ষ্মী প্রতিমা দেখার সুযোগ করে দিলেন পুজো উদ্যোক্তারা।

Advertisements

এখানকার বিধান স্মৃতি সংঘের পরিচালনায় এই বিশাল লক্ষ্মী প্রতিমা তৈরি করা হয়েছে। তাদের পুজো এই বছর ৩৫ বছরে পা রাখল। ৩৫ বছরে পা রাখার সঙ্গে সঙ্গেই তারা তাদের পুজোয় আলাদা চমক হিসাবে ২২ ফুটের লক্ষ্মী প্রতিমা তৈরি করে নজির তৈরি করেছেন। তাদের দাবি বীরভূম তো অবশ্যই, রাজ্যের অন্য কোথাও এত বড় লক্ষ্মী প্রতিমা তৈরি করে পুজো হয়েছে কিনা জানা নেই।

Advertisements

এখানকার এই বিশাল লক্ষ্মী প্রতিমা তৈরি করার জন্য দুর্গাপুজোর প্রায় ১৫ দিন আগে থেকে কাজ শুরু করা হয়। পাঁরুইয়ের শিল্পী মৃৎশিল্পী অনিল বাগদী এই লক্ষ্মী প্রতিমা তৈরি করার দায়িত্ব নেন। তিনি এবং তার চারজন সহকর্মী একসঙ্গে দিনরাত এক করে কাজ করে এই লক্ষ্মী প্রতিমা তৈরি করেন।

Advertisements

প্রতিমা তৈরি এবং পুজোর বাজেট সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে জানা যাচ্ছে, প্রায় দেড় লক্ষ টাকা তারা এবার তাদের পুজোর জন্য খরচ করছেন এবং প্রায় ৪৪ হাজার টাকা খরচ করা হয়েছে কেবলমাত্র প্রতিমা তৈরি করার জন্য। এই ধরনের প্রতিমা তৈরি করার পরিকল্পনা তাদের আসে মূলত পাশেই বান্ধব সমিতির বিশাল কালী প্রতিমা দেখার পরিপ্রেক্ষিতে। কারণ সেখানে বছরের পর বছর ধরে ৫০ ফুটের বেশি কালী প্রতিমা তৈরি হয়।

প্রতিমা দেখতে আসা দর্শনার্থীরা জানিয়েছেন, এর আগে কখনো কোথাও এত বড় লক্ষ্মী প্রতিমা তারা দেখেননি। স্বাভাবিকভাবেই তারা এই এত বড় লক্ষ্মী প্রতিমা দেখে আপ্লুত। কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পুজো ছাড়াও আগামী ৬ দিন ধরে এখানে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বলেও জানা যাচ্ছে।

Advertisements